বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ক্যাম্পে যোগ দেওয়া হলো না সাবিনার

ময়মনসিংহ প্রতিনিধি

ক্যাম্পে যোগ দেওয়া হলো না সাবিনার

মিডফিল্ডার সাবিনা আক্তারের আর বাফুফের ক্যাম্পে যোগ দেওয়া হলোনা। এর আগেই গতকাল বিকালে তিনি চলে যান না ফেরার দেশে। আজ বাফুফের তার ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। তার অকাল মৃত্যুতে কাঁদছে ফুটবলের গ্রাম কলসিন্দুর। শোকাচ্ছন্ন গোটা ময়মনসিংহ।

থাইল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ এএফসি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের প্রাথমিক ক্যাম্পে ছিল প্রতিশ্রুতিশীল এই নারী ফুটবলার। সাবিনা কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। মঙ্গলবার বিকালে সাবিনা আক্তারকে স্থানীয় ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মারা যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত রবিবার থেকে সে জ্বরে আক্রান্ত ছিল। ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ওয়ায়েজ উদ্দিন ফরাজী জানান, সাবিনাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মারা যায়। তার মৃত্যুর সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহদী হাসানসহ সর্বস্তরের মানুষ ছুটে যান হাসপাতালে। পরে সাবিনার লাশ তার প্রিয় প্রতিষ্ঠান কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের মাঠে নিয়ে যাওয়া হয়। সেসময় তার সতীর্থ, সাধারণ মানুষের কান্নায় পুরো এলাকায় শোকাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ওই বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মফিজ উদ্দিন জানান, দুদিন ধরে সে জ্বরে আক্রান্ত হলেও আমাকে কিছুই জানানো হয়নি। জানলে হয়তো দেশের এই সম্পদকে হরানো হতো না। আমরা অকালেই এক অনন্য মেধাকে হারালাম। দলের জন্য সে ছিল অপরিহার্য এক খেলোয়াড়। তার মৃত্যুতে বাফুফেসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন শোক প্রকাশ করেছে।

সর্বশেষ খবর