বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
হাইকোর্টের রুল

এজিএমে বাধা নেই বিসিবির

নিজস্ব প্রতিবেদক

এজিএমে বাধা নেই বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম নিয়ে রুল জারি করেছে হাই কোর্ট। রুলে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদকে কার্যক্রম পরিচালনা থেকে কেন বিরত থাকার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে একটি রিটের শুনানি শেষে গতকাল বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। রবিবার বিসিবির বর্তমান কমিটির কার্যক্রম, ২ অক্টোবর ডাকা বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন স্থপতি মোবাশ্বের হোসেন। আদালতে বিসিবি ও এনএসসির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মাহবুব শফিক। আইনজীবীরা জানান, পরিচালনা পর্ষদের কার্যক্রমে স্থগিতাদেশ জারি না হওয়ায় ২ অক্টোবর বিসিবির এজিএম ও ইজিএম অনুষ্ঠানে কোন বাধা নেই। ২০১৩ সালের ১০ অক্টোবর বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ গঠিত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর