শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আত্মঘাতী গোলে বার্সার জয়

ক্রীড়া ডেস্ক

আত্মঘাতী গোলে বার্সার জয়

নেইমার চলে যাওয়ার পর বার্সেলোনার আক্রমণের ধার কমে গেছে-এ নিয়ে বিস্তর আলোচনা ফুটবল জগতে। কিন্তু লিওনেল মেসির এ নিয়ে ভ্রূক্ষেপ নেই। লা লিগায় গোল করেই চলেছেন। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে এসে বাঁধা পড়লো তার গোলের ধারাবাহিকতা। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে তার দল বার্সেলোনা জিতেছে ১-০ গোলে। সেটা আবার আত্মঘাতী। বার্সার আত্মঘাতী গোলে জয়ের রাতে জিতে মাঠ ছেড়েছে ইংলিশ জায়ান্ট ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের রানার্স আপ জুভেন্টাস, নেইমারের প্যারিস সেন্ট জার্মেইন, সেল্টিক, এফসি বাসেল ও চেলসি। ম্যান ইউ ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সিএসকে মস্কোকে। আরেক ইংলিশ জায়ান্ট চেলসি ঘরের বাইরে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ অ্যাথলেটিক মাদ্রিদকে। পিএসজি ৩-০ গোলে বায়ার্ন মিউনিখকে, সেল্টিক ৩-০ গোলে আন্ডারলেখটকে, এপসি বার্সেল ৫-০ গোলে বেনফিকাকে এবং জুভেন্টাস ২-১ গোলে হারায় অলিম্পিয়াকোসকে। স্পোর্টিং লিসবনের বিপক্ষে মেসিদের জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে। বুধবার লিসবনের মাঠে ১-০ গোলের জয়টি আত্মঘাতী গোলে। চ্যাম্পিয়ন্স লিগে এটা বার্সার দ্বিতীয় জয়। একই সঙ্গে সব ধরনের প্রতিযোগিতায় এটা টানা অস্টম জয়। রোমেল লুকাকুকো দলভুক্ত করে ছুটছে ইংলিশ জায়ান্ট ম্যান ইউ। রাশিয়ার মাটিতে অসাধারণ জয় তুলে দেশে ফিরেছেন জোশে মরিনহোর ম্যান ইউ। মস্কোর তীব্র শীতের মধ্যেই লুকাকু দুর্দান্ত ফুটবল খেলে ইংলিশ ক্লাবের জয়রথ অব্যাহত রেখেছেন। দলটির বেলজিয়াম স্ট্রাইকার এখন পর্যন্ত গোল করেছেন ১০টি। দারুণ ছন্দে থাকা লুকাকু প্রিমিয়ার লিগে করেছেন ৬ ম্যাচে ৬ গোল। বুধবার রাতে ৪ মিনিটে দলকে এগিয়ে নেন লুকাকু (১০)। মার্শিয়ালের ক্রসে দারুণ হেডে বল জালে পাঠান। ১৮ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করেন মার্শিয়াল পেনাল্টিতে (২-০)। ২৮ মিনিটে তৃতীয় গোল করেন লুকাকু (৩-০)। ৬০ মিনিটে ব্যবধান ৪-০ করেন হেনরিক মিখতারিয়ান। স্বাগতিকদের পক্ষে একটি গোল করে ব্যবধান কমান কন্সটান্টিন কুচায়েভ(১-৪)।

সর্বশেষ খবর