শিরোনাম
রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘প্রোমো ও থিম সং’ উন্মোচিত

ক্রীড়া প্রতিবেদক

‘প্রোমো ও থিম সং’ উন্মোচিত

বিওএ অডিটরিয়ামে এশিয়া কাপ হকির থিম সংয়ের প্রোমোশনাল ভিডিও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক, ফার্স্ব সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ —বাংলাদেশ প্রতিদিন

হকিপ্রেমীদের মনে এখনো গেঁথে আছে মোহাম্মদ শহীদ, হাসান সর্দারদের স্টিকের জাদুকরি কারুকাজ! ৩২ বছর আগে, ১৯৮৫ সালে ঢাকায় বসেছিল এশিয়া কাপ হকির আসর। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জাপান, চীনের মতো দলগুলো খেলে গিয়েছিল। ওই আসর নিয়ে সেকি উন্মাদনা তখন। বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা মেতে উঠেছিলেন হকির উন্মাদনায়। তিন দশকের বেশি সময় পর ফের এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে ঢাকায়। আগেরবার সবগুলো খেলা হয়েছিল তৎকালীন ঢাকা স্টেডিয়ামের সবুজ ঘাসের মাঠে। এবার হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে ফ্লাড লাইটের আলোয়। এশিয়া কাপের মতো বড় আসর আয়োজনে প্রস্তুত হকি ফেডারেশন। সেই প্রস্তুতির ধারাবাহিকতায় গতকাল অলিম্পিক ভবনের ডাচ-বাংলা অডিটরিয়ামে উম্মোচিত হল এশিয়া কাপ ১০ম আসরের প্রোমো ও থিম সং, ‘আটটি তারার মেলা।’ এশিয়া কাপ হকির প্রচার ও প্রচারণার জন্য প্রমোশনাল ভিডিওটি পরিচালনা করেছেন মোকাদ্দেম বাবু এবং সম্পাদনা করেছেন নাদিমুল হক। মান্নান মোহাম্মদের লেখা ও সুরে গানটি গেয়েছেন তরুণ শিল্পী আরিফ। ভিডিওটি নির্মিত হয়েছে বাংলা ও ইংরেজি ভাষায়।

এশিয়া কাপের সফল আয়োজনের জন্য নতুন সাজে সাজছে হকি স্টেডিয়াম। ঘষামাজা চলছে শেষ মুহূর্তের। ১১ অক্টোবর শুরু আসর। স্টেডিয়ামের শরীরে নতুন রং লেগেছে। দেশি ও বিদেশি সাংবাদিকদের সুবিধার্থে মিডিয়া বক্সের পরিবর্তন ও পরিবর্ধন করা হয়েছে। লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। ৬ অক্টোবর যার উদ্বোধন। ফ্লাড লাইটের কাজ প্রায় শেষ। গতকাল প্রোমো ও থিম সংয়ের উন্মোচন শেষে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেন, ‘মাত্র ১০ দিন পর এশিয়া কাপ হকি। ফ্লাডলাইটে অনুষ্ঠিত এই মহাযজ্ঞ দেশের হকিতে নতুন প্রাণের সঞ্চার করবে বলে বিশ্বাস করি।’ ‘আটটি তারার মেলা’ থিম সংটি খেলোয়াড়দেরকে উজ্জীবিত করার পাশাপাশি খেলায় নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনে উদ্বুদ্ধ করবে। থিম সংয়ের প্রমোশনাল ভিডিওটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সহ-সভাপতি ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ। আটটি তারার মেলা নামের গানটি ক্রীড়াপ্রেমীদের কাছে সমাদৃত হবে প্রত্যাশা ড. মাহফুজুর রহমানের, ‘আমরা চেয়েছি দ্রুতলয়ের ও উচ্চস্বরে গাওয়া এমন একটি গান, যা খেলার মাঠের সঙ্গে মিশবে। আশা করি এশিয়া কাপের মাধ্যমে বাংলাদেশ হকির নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

সর্বশেষ খবর