বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি পরিত্যক্ত হয়েছে। গতকাল দিনভর থেমে থেমে বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের একটি ইনিংসও শেষ হয়নি।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আফগানিস্তান। ৫৩ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। তবে মোহাম্মদ রাকিবের ৪৬, মাহিদুল ইসলামের ৪৪ ও কাজী অনিকের ৩২ রানের সুবাদে ৪৩ ওভারে ৯ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে ছোট টাইগাররা। এরপর বৃষ্টির বাগড়ায় ম্যাচ বন্ধ হয়ে যায়। আফগানিস্তানের ইউসুফ জাজাই ৪টি ও মুজিব নেন ৩টি উইকেট। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নেমে আসে ৪৫ ওভারে। কিন্তু এরপর আর একটি বলও মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। সিরিজের পরবর্তী ম্যাচ আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে ১৪৫ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।