ম্যাঞ্চেস্টারে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন। সাউদাম্পটনেও সিরিজের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেন। জনি বেয়ারস্টো; ৩২ ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি করেন মাত্র দুটি। দুটিই ওয়েস্ট বিপক্ষে মাত্র শেষ হওয়া সিরিজে। তার জোড়া সেঞ্চুরিতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ইংল্যান্ড জিতেছে ৪-০ ব্যবধানে। শুধু বৃষ্টিতে হতে পারেনি নটিংহামশ্যায়ারে দ্বিতীয়টি। শুক্রবার দিবা-রাত্রির ম্যাচটিতে বেয়ারস্টোর আক্রমণাত্মক ১৪১ ও আরেক ওপেনার জেসন রয়ের নার্ভান নাইনটিজে ৯ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
আগের ম্যাচে ১৭৬ রানের ইনিংস খেলা এভিন লুইস শেষ ম্যাচে ছিলেন না। লুইস ও নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারকে ছাড়া চাপেই ছিল ক্যারিবীয়রা। তারপরও প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা খারাপ করেনি ক্রিস গেইল ও কাইলি হোপস। দুজনে মাত্র ৭.২ ওভারে যোগ করেন ৫২ রান। গেইল মাত্র ২৯ বলে ১ চার ও ৫ ছক্কায় ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। পাঁচ ছক্কা হাঁকিয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে আড়াইশ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন। ২৭৩ ম্যাচে গেইল ছক্কা মেরেছেন ২৫২টি। এরমধ্যে একটি আবার আইসিসি একাদশের হয়ে। সবচেয়ে বেশি ৩৫১ ছক্কা পাকিস্তানের শহীদ আফ্রিদির। গেইলের রেকর্ডের ম্যাচে ক্যারিবীয়দের সংগ্রহ ছিল ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৮। ২৮৯ রানের টার্গেট দুই ইংলিশ ওপেনার বেয়ারস্টো ও রয় ১৫৬ রানের জুটিতে। রয় দুর্দান্ত ব্যাটিং করে ৯৬ এবং বেয়ারস্টো ১৪১ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস খেলেন।