ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। তবে তার খুব বড় কোনো ক্ষতি হয়নি বলে এরই মধ্যে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তারপরও পাঁজরের হাড় ভেঙে যাওয়ায় সহসাই মাঠে নামতে পারছেন না এ আর্জেন্টাইন তারকা। গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত বিশ্রামে থাকতে হবে আগুয়েরোকে। বৃহস্পতিবার রাতে কলম্বিয়ান গায়িকা মালুমার কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় আক্রান্ত হন আগুয়েরো। প্রথমে ধারণা করা হয়েছিল, অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে আগুয়েরোকে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ বছর বয়সী এ তারকা এক মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবেন। এদিকে আগুয়েরোকে না পাওয়ায় ম্যানসিটি কোচ পেপ গার্ডিওলাকে বেশ সমস্যায়ই পড়তে হবে। চলতি মৌসুমে দলের জয়ে সবচেয়ে বেশি অবদান ছিল আগুয়েরোর। তিনি চলতি মৌসুমে ৬ ম্যাচে ৬ গোল করেছেন।