শিরোনাম
মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
বিসিবির এজিএম ও ইজিএম অনুষ্ঠিত

পরিচালকের পদ কমল একটি

ক্রীড়া প্রতিবেদক

পরিচালকের পদ কমল একটি

বিসিবির বর্তমান পরিচালনা পর্যদের কার্যক্রম পরিচালনার বৈধতা এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সভা আয়োজন নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয়েছিল। সেই জটিলতার অবসান শেষে গতকাল লা মেরিডিয়ান হোটেলে ১৭২ কাউন্সিলের মধ্যে উপস্থিত ছিলেন ১৩৫। তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে চার বছর পর বিসিবির এজিএম ও ইজিএম। সভায় ২০১২ সালের গঠনতন্ত্রের পরিবর্তন ও পরিবর্ধন করে ২০১৭ সালের গঠনতন্ত্রকে  বৈধ বলে স্বীকৃতি দিয়েছেন উপস্থিত কাউন্সিলররা। স্বীকৃত বহুল আলোচিত গঠনতন্ত্রে বিসিবির মোট পরিচালকের সংখ্যা ২৬ থেকে কমিয়ে ২৫ করা হয়েছে। গতকালের এজিএম ও ইজিএমে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালকদের মধ্যে অনুপস্থিত ছিলেন আ জ ম নাসির, ইকবাল হাসান চৌধুরী, শেখ সোহেল, গাজী গোলাম মর্তুজা বাপ্পা ও শওকত আজিজ রাসেল। এজিএম ও ইজিইম শেষে বিসিবি পরিচালক জালাল ইউনূস বলেন, ‘তেমন কোনো পরিবর্তন কিংবা পরিবর্ধন করা হয়নি গঠনতন্ত্রের। ২০১২ সালের গঠনতন্ত্রকে সামান্য পরিবর্তন করে ২০১৭ সালের  গঠনতন্ত্রকে বৈধ করা হয়েছে।  আদালত মেনেই করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের কোটার তিনজন পরিচালকের সংখ্যা কমিয়ে দুজন করা হয়েছে।’   

২০১২ সালের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে ৩ জন পরিচালক নেওয়া হতো। যদিও বর্তমান পরিচালনা পর্যদে এনএসসির পরিচালক রয়েছেন ২ জন। এনএসসির পরিচালকরা আসতে বিশেষ সুবিধায় বিনা নির্বাচনে। আগামীতেও বিসিবির নির্বাচনে এনএসসির কোনো পরিচালক নির্বাচন করবেন না। তবে ক্যাটাগরি ৩-এ এনএসসি পাঁচজন কাউন্সিলের নাম দেওয়ার অধিকার থাকছে পূর্বের মতোই। পাস করা গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির নতুন কমিটিতে এখন থেকে এনএসসির পরিচালক থাকবেন দুজন। এছাড়া ক্যাটাগরি-২ ঢাকা মহানগরীর প্রিমিয়ার, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ৫৮ জন কাউন্সিলের ভোটে নির্বাচিত হবেন ১২ পরিচালক, ক্যাটাগরি-১ কোটায় বিভাগ ও জেলার ৭০ জন কাউন্সিলর ভোটে নির্বাচিত করবেন ১০ পরিচালক এবং ক্যাটাগরি-৩ এর সার্ভিসেস, সাবেক ক্রিকেটার ও অধিনায়ক, পাবলিক বিশ্ববিদ্যালয়, এনএসসির ৪৪ জন কাউন্সিলর নির্বাচিত করবেন একজন পরিচালক। পাস করা ২০১২ সালের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত পরিচালক হবে ২৩ জন এবং বাকি দুজন এনএসসি মনোনিত।  

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর