শিরোনাম
মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দুয়ার বন্ধ করে খেলল বার্সা

অবশেষে রিয়ালের জয়

ক্রীড়া ডেস্ক

দুয়ার বন্ধ করে খেলল বার্সা

কাতালুনিয়ায় গত রবিবার ছিল গণভোট। পুলিশের সঙ্গে এই ভোট নিয়ে মারামারিতে অনেকেই আহত হয়েছে। ফুটবল এসব রাজনীতি থেকে সব সময়ই মুক্ত থাকার চেষ্টা করে। এবারও তাই করল। কাতালুনিয়ার গণ মানুষের মতামতকে সর্বোচ্চ শ্রদ্ধা দেয় বার্সেলোনা। তাই বলে ফুটবলে রাজনীতির প্রভাব পড়তে দিতে রাজি নয় তারা। এ কারণেই অনেক বাধা বিপত্তি সত্ত্বেও লা লিগার ম্যাচ খেলল বার্সেলোনা। গত রবিবার কাতালানরা ন্যু ক্যাম্পে দরোজা বন্ধ করে খেলল লা পালমাসের সঙ্গে। লিওনেল মেসির অসাধারণ ফুটবল নৈপুণ্যে ৩-০ গোলের দারুণ এক জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। লিওনেল মেসি দুটি এবং বাসকুয়েটস একটি গোল করেছেন। এই নিয়ে লা লিগায় টানা সাত ম্যাচ জিতল বার্সেলোনা। এদিকে লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও। তারা সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনার শহুরে ক্লাব এসপানিওলকে। দলের পক্ষে দুটি গোলই করেছেন ইসকো। চলতি মৌসুমে লা লিগায় প্রথমবারের মতো নিজেদের মাঠে জয় পেল রিয়াল মাদ্রিদ। এছাড়াও লা লিগায় জয় পেয়েছে ভিয়ারিয়াল। তারা ৩-০ গোলে হারিয়েছে অ্যাইবারকে। টানা সাত জয়ে ২১ পয়েন্ট সংগ্রহ করে স্প্যানিশ লা লিগায় শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সাত ম্যাচে কাতালানদের গোল সংখ্যা ২৩টি। রিয়াল মাদ্রিদ ১৪ পয়েন্ট সংগ্রহ করে লিগে পাঁচ নম্বরে অবস্থান করছে। সেভিয়া ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। ভ্যালেন্সিয়া ও অ্যাটলেটিকো ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে। স্প্যানিশ লা লিগায় গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন লিওনেল মেসি। তিনি ১১ গোল করেছেন। ৬ গোল করে দুই নম্বরে আছেন ভ্যালেন্সিয়ার ইতালিয়ান স্ট্রাইকার সাইমন জাজা। ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের দৌড়ে অবশ্য মেসির চেয়েও এগিয়ে আছেন রাদামেল ফ্যালকাও। মোনাকোর এই কলম্বিয়ান তারকা ১২ গোল করেছেন ফ্রেঞ্চ লিগ ওয়ানে। তিনি অবশ্য মেসির চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন লিগে। রোনালদো এখনো লিগে গোলের খাতা খুলতে পারেননি। তবে তিনি চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে চার গোল করেছেন। বার্সেলোনা লা লিগায় খেলতে থাকলেও ভক্তদের মনে শঙ্কা বিরাজমান। কাতালুনিয়া স্বাধীন হয়ে গেলে কোথায় যাবে বার্সেলোনা! রিয়াল মাদ্রিদের সঙ্গে কী আর এল ক্ল্যাসিকো হবে না! এখনো অবশ্য কোনো কিছুই ঠিক হয়নি। তবে কাতালানরা স্বাধীনতার পক্ষে ভোট দেওয়ায় শঙ্কাটা এবার পাকাপোক্ত হয়েছে। বার্সেলোনার জন্য অবশ্য প্রিমিয়ার লিগ, ফ্রেঞ্চ লিগ ওয়ান আর ইতালিয়ান সিরি এ লিগে খেলার সুযোগ আছে। দেখা যাক, বার্সেলোনাকে এতটা সহজেই ছেড়ে দেয় কি না লা লিগা! অবশ্য বার্সেলোনাকে পেলে যে কোন লিগই লুফে নিবে। বিশ্বের সেরা ক্লাবগুলোর মধ্যে কাতালান এই ক্লাব নিঃসন্দেহে অন্যতম।

 

সর্বশেষ খবর