পচেফস্ট্রুুম টেস্টে ৩৩৩ রানের হারের ধাক্কা সামাল দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন মুশফিকুর রহিমরা। ব্লুমফন্টেইনে আজ দ্বিতীয় টেস্টে নামার আগে আবারও ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দলের মূল ব্যাটসম্যান ও ওপেনার তামিম ইকবাল ছিটকে পড়েছেন থাই মাসল ইনজুরির জন্য। দেশের তিন ফরম্যাটের সেরা ব্যাটসম্যানকে ছাড়াই দ্বিতীয় টেস্ট খেলতে নামতে হচ্ছে টাইগারদের। দ্বিতীয় টেস্টে কারা খেলবেন এ নিয়ে যখন জোর আলোচনা, তখনই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন সিমিং অলরাউন্ডার সাইফউদ্দিন। ফিরেছেন নাসির হোসেন। দেশে ফিরে আসছেন দুই পেসার শফিউল ইসলাম, শুভাশীষ রায় ও বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। ইনজুরি পুরোপুরি সেরে না উঠলেও স্কোয়াডে রয়েছেন তামিম ইকবাল। সিরিজের তিনটি ওয়ানডে যথাক্রমে ১৫, ১৮ ও ২২ অক্টোবর কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনে। ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে খেলবে একমাত্র প্রস্তুতি ম্যাচটি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ যে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ, সেখানে ২-১ ব্যবধানে জিতেছিল মাশরাফিবাহিনী। ২০১৫ সালে সিরিজটি হয়েছিল ঘরের মাঠে। দুই দল এ পর্যন্ত ওয়ানডে খেলেছে ১৭টি, তাতে বাংলাদেশের জয় মাত্র ৩টি। ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের সুপার এইটে প্রোটিয়াদের প্রথমবার হারিয়েছিল টাইগাররা। এরপর ২০১৫ সালে হারাল সিরিজ। এবার নতুন করে সিরিজ খেলছে এবং এবারই প্রথম মাশরাফির নেতৃত্বে ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়াদের বিপক্ষে। ইতিমধ্যে স্বাগতিক দল ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে। গতকাল করল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ দলের অন্যতম স্ট্রাইক ক্রিকেটার অলরাউন্ডার সাইফউদ্দিনকে দলে ভিড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। এবারই প্রথম ওয়ানডে খেলার সুযোগ পেলেন সাইফ। এর আগে অবশ্য তিনি দুটি টি-২০ খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সেদেশের মাটিতে। দীর্ঘদিনের বিরতির পর নাসির ফিরেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারর্যান্ড সফরে। একটি ম্যাচও খেলেছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ছিলেন তিনি এবং খেলেছিলেনও একটি টেস্ট। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পাননি।
প্রোটিয়ারদের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম নেওয়ায় খেলেননি সাকিব। ওয়ানডে সিরিজ খেলবেন। অধিনায়ক মাশরাফির সঙ্গে সাকিবসহ ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া অপরাপর ক্রিকেটাররা ঢাকা ছাড়বেন ৯ অক্টোবর। ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়া বাকি তিন জন শুভাশীষ, শফিউল ও তাইজুল দেশে ফিরে আসবেন সহসাই।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, সাব্বির রহমান, মুমিনুল হক, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।