শুরু থেকেই শীর্ষে রয়েছে চট্টগ্রাম আবাহনী। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তারা গতকাল মুখোমুখি হয়েছিল সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। প্রথম পর্বে শীর্ষে থাকতে চট্টগ্রাম আবাহনীর জয়টা জরুরি ছিল। কিন্তু জয় নয়, লিগে দ্বিতীয় ড্রয়ের মুখে দেখেই বন্দর নগরীর জনপ্রিয় দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পেশাদার ফুটবল লিগের ম্যাচে চট্টগ্রাম আবাহনী গোল শূন্য ড্র করেছে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। খেলাটি ছিল এক ঘরের দুই দলের। আগের ম্যাচে শেখ জামালকে হারিয়ে উজ্জীবিত ছিল চট্টগ্রাম আবাহনী। নিজেদের অবস্থান মজবুত করতে মামুনুলদের জয়টা যেমন জরুরি ছিল তেমনি শিরোপা রেসে টিকে থাকতে জামাল ভূঞাদের পুরো পয়েন্ট প্রয়োজন ছিল। ঢাকা আবাহনীর সঙ্গে উদ্বোধনী ম্যাচে হারের পর নবাগত সাইফ অপ্রতিরোধ্য গতিতে ছুটছিল। একের পর এক ম্যাচ জিতে শক্ত অবস্থানেই ছিল। কিন্তু টানা তিন ম্যাচে ড্র করে কিছুটা বিপাকে পড়ে যায়। ১৮ পয়েন্ট নিয়ে কাল খেলতে নামে। সত্যি বলতে কি, শক্তির দিক দিয়ে দুই দলের তেমন পার্থক্য নেই। শিরোপা জিততে বিগ বাজেটে দল গড়ে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং। উপভোগ্য ম্যাচ হওয়ার কথা ছিল। দুই দলের খেলোয়াড়রা মনে হয় বাড়তি চাপে ছিল। যে কারণে স্বাভাবিক খেলাটা কেউ খেলতে পারেনি। আক্রমণ হয়েছে, তবে জোরালো ছিল না। অধিকাংশ সময়ে বল মধ্যমাঠেই ঘোরাফেরা করেছে। বিদেশিরাও ছিল বড্ড নিস্ক্রিয়। এই ড্রয়ের পরও ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চট্টগ্রাম আবাহনী। তারা প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে ঢাকা আবাহনীর বিপক্ষে। সাইফ ১০ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করল। প্রখ্যাত ফুটবলার অমলেশ সেনের মৃত্যুতে গতকাল ঢাকা আবাহনী ও শেখ জামালের ম্যাচটি হয়নি। আজ সন্ধ্যায় লড়বে তারা।