শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

অপেক্ষায় পর্তুগাল

ক্রীড়া ডেস্ক

অপেক্ষায় পর্তুগাল

রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে শুরুতেই সুইজারল্যান্ডের কাছে হেরে হোঁচট খেয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে তারা ঘুরে দাঁড়িয়েছে। পরের প্রতিটা ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে এনেছে। ক্রিস্টিয়ানো রোনালদো বাছাই পর্বে করেছেন ১৫ গোল। শনিবারও বাছাই পর্বে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। বদলি হিসেবে নেমে একটা গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অপর গোলটি আন্দ্রে সিলভার। অবশ্য পর্তুগালের মতোই প্রতিটা ম্যাচ জয় করে চলেছে সুইজারল্যান্ড। বি গ্রুপের ম্যাচে গত শনিবার সুইসরা ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে হাঙ্গেরিকে। সুইজারল্যান্ডের পক্ষে দুটি গোল করেছেন জুবের। এছাড়াও একটি করে গোল করেছেন জাকা, ফ্রেই ও লিচস্টেইনার। বি গ্রুপে ৯ ম্যাচে পূর্ণ ২৭ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে সুইজারল্যান্ড। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে পর্তুগাল। শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে হারালেই কেবল সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে পর্তুগিজদের। অন্যদিকে ড্র করলে সরাসরি বিশ্বকাপ খেলবে সুইজারল্যান্ড। অবশ্য প্লে-অফ খেলে বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে পর্তুগালেরও। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে শনিবার জয় পেয়েছে ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইডেন এবং গ্রিসের মতো দলগুলো। এ গ্রুপে ফ্রান্স ১-০ গোলে হারিয়েছে বুলগেরিয়াকে। এই জয়ে ২০ পয়েন্ট নিয়ে এ গ্রুপে শীর্ষে আছে ফ্রান্স। অন্যদিকে সুইডেন ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে লুক্সেমবার্গকে। দলের পক্ষে চারটি গোল করেছেন বার্গ। এছাড়াও গ্র্যাঙ্কভিস্ট দুটি এবং লাসটিঙ ও টোভোনেন একটি করে গোল করেছেন। সুইডিশরা ১৯ পয়েন্ট নিয়ে এ গ্রুপে দুই নম্বরে অবস্থান করছে। নেদারল্যান্ডস শনিবার ৩-১ গোলে হারিয়েছে বেলারুশকে।

সর্বশেষ খবর