সময়টা একদম ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। টিম ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা হচ্ছে না বলে তার নেতৃত্ব এখন দুলছে সরলদোলকের পিণ্ডের মতো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসহায়ভাবে টেস্ট সিরিজ হারের জন্য যখন তখন অধিনায়কত্ব হারাতের পারেন মুশফিক। ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানে হারের পর ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে নেতৃত্ব ছাড়তে রাজি নন। ম্যাচ শেষে স্পষ্টভাবেই জানিয়েছেন দায়িত্ব দিয়েছে বিসিবি। নিজ থেকে অধিনায়কত্ব ছাড়বেন না। যদি বিসিবি তাকে না সরায়। এদিকে গতকাল ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় প্রোটিয়া ফাস্ট বোলার ডোয়াইন অলিভারের বাউন্সারে মাথায় আঘাত পান মুশফিক। বাউন্সারে সঙ্গে সঙ্গে ক্রিজে পড়ে যাননি। তবে হাঁটুতে ভর করে বসে পড়েন টাইগার টেস্ট অধিনায়ক। চিকিৎসকদের শুশ্রুষার পর আউট হওয়ার আগ পর্যন্ত ব্যাটিং করেন। এরপর অবশ্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাতের পরিমাণ সম্পর্কে এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। পচেফস্ট্রুমে ৩৩৩ রানের হার। ব্লুমফন্টেইনে হারল ইনিংস ও ২৫৪ রানে। পুরো সিরিজেই দল ব্যর্থ। মুশফিক নিজেও ব্যর্থ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসে শূন্য। ব্লুমফন্টেইনে করেন ৭ ও ২৬ রান। ব্যাট হাতে ব্যর্থতা ছাড়াও গোটা সিরিজে তার দল পরিচালনা, টস জিতে ফিল্ডিং নেওয়া চরমভাবে সমালোচিত হয়েছে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। তাই যে কোনো মুহূর্তে নেতৃত্ব হাতছাড়া হতে পারে। এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘আমাকে সরানো হবে কি না এই সিদ্ধান্তের ভার বোর্ডের।