শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ঢাকার আকাশ থেকে ফিরে গেল চীনা হকি দল

ক্রীড়া প্রতিবেদক

আর মাত্র দুই দিন বাকি। বুধবারই ঢাকায় পর্দা উঠছে এশিয়া কাপ হকির। জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া গতকাল ঢাকা এসে পৌঁছেছে। ওমান, মালয়েশিয়াও গতকাল রাতেই এসে পড়ার কথা। জাপান এসে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ও খেলেছে। চীন দলেরও গতকাল দুপুরে ঢাকা পৌঁছানোর কথা ছিল। চীনের হকি দলকে বহনকারী বিমানও ঢাকার আকাশে চলে এসেছিল। কিন্তু বিমান বন্দরে অবতরণ না করে আকাশ থেকে ফিরে গেছে তারা। এ ঘটনা শোনার পরই ক্রীড়াঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে চীন ঢাকায় এশিয়া কাপে অংশ নেবে না।

এ ব্যাপারে হকি ফেডারেশনের সহ-সভাপতি আবদুর রশিদ শিকদার জানান, চীন অবশ্যই টুর্নামেন্টে অংশ নেবে। ঢাকায় আকাশে এসে পড়লেও জানতে পেরেছি যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি না নেমে চীনেই ফিরে গেছে। তবে তারা কবে আসবে এ খবর চীন হকি ফেডারেশন থেকে জানান হয়নি। আমরাও যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি। আশা করি টুর্নামেন্টের আগে চীন হকি দল ঢাকায় এসে পৌঁছাবে। অন্যদিকে আবার হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইউসুফ বলেন, চীন রবিবার রাতেই ঢাকা এসে পৌঁছাবে। তিনি জানান, চীন না খেলার কোন শঙ্কা নেই। বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে দুপুরে তারা বিমানবন্দরে অবনতরণ করতে পারেনি।

সর্বশেষ খবর