শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রাফায়েল ঝড়ে লণ্ডভণ্ড ফরাশগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

রাফায়েল ঝড়ে লণ্ডভণ্ড ফরাশগঞ্জ

ফরাশগঞ্জের বিপক্ষে একাই ৪ গোল করেন শেখ জামালের নাইজেরিয়ান রাফায়েল ওডোইন —বাংলাদেশ প্রতিদিন

দুরন্ত ফর্মে রয়েছেন মোমোদো বোহ। তারপরও কোচ জোসেফ আপুচির ভরসা নাইজেরিয়ান স্ট্রাইকার রাফায়েল ওডোইন। ক্ষিপ্র গতির এই নাইজেরিয়ান স্ট্রাইকার গোল পাচ্ছিলেন ঠিকই। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না। এজন্য বড় জয়ও পাচ্ছিল না শিরোপা প্রত্যাশী শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ পেশাদার লিগে রাফায়েল জ্বলে উঠলেন। গোলের ঝড় তুললেন। রাফায়েল ঝড়ে বড় জয়ে মাঠ ছাড়ল পেশাদার লিগের তিনবারের চ্যাম্পিয়নরা। পুরান ঢাকার দল ফরাশগঞ্জের বিপক্ষে ৫-০ গোলের জয়ে রাফায়েল একাই করেছেন ৪ গোল! পেশাদার লিগের প্রথম পর্ব শেখ জামাল শেষ করেছে বড় জয়ে। আপুচির দলের পয়েন্ট ১১ ম্যাচে ২৪। দুই আবাহনীর লড়াইয়ে নাসির উদ্দিনের একমাত্র গোলে জয় পেয়েছে ঢাকা আবাহনী। ১-০ গোলে হারলেও ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল চট্টগ্রাম আবাহনী। ঢাকা আবাহনীর পয়েন্ট ২৪।

আগের রাউন্ডে ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচে শেখ জামালের প্রতি সুবিচার করেননি রেফারি। রাফায়েলের শট গোল লাইন পার হওয়ার পরও সেটাকে গোল বলে স্বীকৃতি দেননি রেফারি। শেখ জামাল এ নিয়ে আপত্তি জানায়। কিন্তু পাত্তা দেননি রেফারি, লাইনসম্যান। বাফুফেও কোনো সিদ্ধান্ত নেয়নি। ফলে সংবাদ সম্মেলনে ভিডিও ফুটেজ দেখিয়ে গোলের পক্ষে প্রমাণ উপস্থাপন করেন শেখ জামালের কর্মকর্তারা। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। যদি রেফারি গোলটি দিতেন, তাহলে জয় নিয়েই মাঠ ছাড়ত শেখ জামাল। গতকাল দিনের প্রথম ম্যাচে শেখ জামাল শুরু থেকে আক্রমণের নহর বইয়ে দেয় লালকুঠির দলটির ওপর। রাফায়েল ও মোমোদো বোহর সাঁড়াশি আক্রমণে বেসামাল হয়ে প্রথমার্ধেই ৫ গোল খেয়ে বসে পুরান ঢাকার দলটি। ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম গোল করে শিরোপা প্রত্যাশী দলটি। জাভেদ খানের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় রাফায়েল ফরাশগঞ্জের আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান (১-০)। দুই মিনিট পর দ্বিতীয় গোল করে ধানমন্ডি পাড়ার দলটি। পারভেজ চৌধুরীর পাসে দ্বিতীয় গোলটি আদায় করেন ইয়াসিন খান (২-০)। প্রথম পাঁচ মিনিটে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের করে নেয় শেখ জামাল। আক্রমণের পর আক্রমণ করে নাজেহাল করে ছাড়ে ফরাশগঞ্জকে। ২৫ থেকে ৩৫, এই ১০ মিনিটের মধ্যে রাফায়েল আরও তিন গোল করে তুলে লিগে নিজের প্রথম হ্যাটট্রিক। ২৫ মিনিটে ম্যাচের তিন নম্বর এবং নিজের দ্বিতীয় গোলটি করেন রাফায়েল। জাহেদের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডিবক্সের মাথা থেকে ডান পায়ের তীব্র শটে আপুচিসহ শেখ জামালকে আশ্বস্ত করেন দুরন্ত গোলে (৩-০)। পাঁচ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন রাফায়েল। এবার বল বাড়িয়ে দেন জাভেদ। ৩০ মিনিটে জাভেদের থ্রু ধরে ঠাণ্ডা মাথায় বল জালে ফেলে হ্যাটট্রিক করেন রাফায়েল ওডোইন (৪-০)। ৩৫ মিনিটে ম্যাচের পঞ্চম ও নিজের চার নম্বর গোলটি করেন রাফায়েল। জাহেদের পাস ধরে মোমোদো বোহ বল বাড়ান গোলমুখে। ফরাশগঞ্জের রক্ষণভাগের একজনের পায়ে লেকে বল জালে প্রবেশের ঠিক আগ মুহূর্তে পা ছুঁয়ে নিজের নামের পাশে লিখে নেন গোলটি রাফায়েল (৫-০)। এরপর পুরো ম্যাচে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে অবশ্য শেখ জামাল বল নিজেদের পায়ে রেখে খেলে ১১ ম্যাচে সপ্তম জয় নিয়ে মাঠ ছাড়ে। হেরে যাওয়ায় রেলিগেশনের খড়গে পড়েছে ফরাশগঞ্জ। দলটির পয়েন্ট ৬। এর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে হারানোর চমক রয়েছে।

সর্বশেষ খবর