শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ওয়ানডেতে ছয়ে ওঠার হাতছানি টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সময় র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বরে ছিল বাংলাদেশ। তবে খুব বেশি সময় এই অবস্থানে থাকতে পারেননি মাশরাফিরা। পাকিস্তান আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে টপকে উঠে যায় ছয়ে, মাশরাফিরা তখন থেকেই সাত নম্বরে। তবে রেটিং পয়েন্টে পার্থক্য বেশি নেই। বাংলাদেশের রেটিং এখন ৯৪ এবং পাকিস্তানের রেটিং ৯৫। তবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পরও ছয়ে উঠে যাবে যদি পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়। বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ হারে তাহলে পাকিস্তান লঙ্কানদের বিরুদ্ধে যে কোনো ব্যবধানে সিরিজ হারলেই পিছিয়ে পড়বে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেটিং পয়েন্ট ১০০ করারও একটা হাতছানি আছে বাংলাদেশের সামনে। এর আগে কখনো রেটিং ১০০ করতে পারেনি টাইগাররা। এবার সেই সুযোগ সামনে এসেছে। তবে এক্ষেত্রে অসাধ্য সাধন করতে হবে। দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে করতে হবে হোয়াইটওয়াশ।

তবে ওয়ানডে সিরিজ বলেই এমন সম্ভাবনাকে উড়িয়ে দেওয়ার উপায় নেই। কেননা ওয়ানডেতে পুরো শক্তির বাংলাদেশই খেলবে। দলের সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দেওয়ায় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। তাছাড়া নেতৃত্বে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটারদের কীভাবে উজ্জীবিত করতে হয় তা খুব ভালো করেই জানেন তিনি। ওয়ানডে ও টেস্টের মেজাজ আলাদা। দুই ফরম্যাটের ক্রিকেটের কৌশলেও অনেক পার্থক্য। তারপরও দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করার চিন্তা দুঃসাহসিকতাই বটে।

তবে খেলাটা অনিশ্চয়তার ক্রিকেট বলেই ভাবনাটা এসে যাচ্ছে।

ওয়ানডে বাংলাদেশ বিদেশের মাটিতেও দুর্দান্ত খেলতে পারে। কয়েক সিরিজে তার প্রমাণও দিয়েছে। ২০১৫ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠেছিল। তাই প্রত্যাশা করতে দোষ কোথায়! যদিও বাস্তবতা ভিন্ন।

সর্বশেষ খবর