রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নতুন এশিয়া কাপে পুরনো চেহারায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

নতুন এশিয়া কাপে পুরনো চেহারায় বাংলাদেশ

সাত দ্বিগুণে চৌদ্দ। অঙ্কের চমত্কার মিল রেখেই এশিয়া কাপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তান ৭-০, পরের ম্যাচে ভারতের কাছেও ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচে চৌদ্দ গোল হজম করেছে। বিনিময়ে শূন্য। অথচ জিমিদের ঘিরে নতুন আশায় ছিলেন ক্রীড়ামোদীরা। ৩২ বছর পর নতুন রূপে ঢাকায় এশিয়া কাপ হকি। নিজস্ব ভেন্যু, টার্ফ, ফ্লাডলাইট ও ইলেক্ট্রনিক্স স্কোর বোর্ড। সব কিছুতেই নতুনত্বের ছোয়া। অধিনায়ক রাসেল মাহমুদ জিমি জোর গলায় বলছিলেন, ম্যাচের আগে আমরা হারব না। লড়াই করার মানসিকতা নিয়েই মাঠে নামব। কোথায় সেই লড়াই। দুই ম্যাচে দাঁড়াতেই পারল না। কিছুক্ষণ দম থাকলেও শেষ পর্যন্ত গোলের স্রোতে ভেসে যাচ্ছে। বাংলাদেশ আজ গ্রুপের শেষ ম্যাচ খেলবে। প্রতিপক্ষ জাপান, র‌্যাঙ্কিংও শক্তির দিক দিয়ে জাপান অনেক এগিয়ে। ম্যাচে তারাই ফেবারিট। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে ৪০ মিনিটের প্রস্তুতি ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। অনেকে আশা করেছিলেন, এই জয় টুর্নামেন্টে জিমিদের আত্মবিশ্বাস জোগাবে। কিন্তু কাজ হলো না। দুই ম্যাচেই শোচনীয় হার মেনেছে। অন্যদিকে জাপান ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। জাপানিরা যে নৈপুণ্য প্রদর্শন করেছিল তাতে ম্যাচ জিতে গেলেও অবাক হওয়ার কিছু থাকত না। দুর্ভাগ্য বলতে হয়, সহজ সহজ সুযোগ নষ্ট করায় ঐতিহাসিক জয় পাওয়া সম্ভব হয়নি। তবু পাকিস্তানের সঙ্গে ড্র করা চাট্টিখানি কথা নয়। জাপানের এখনো সম্ভাবনা রয়েছে সুপার ফোরে যাওয়ার। যদিও তা নির্ভর করছে পাকিস্তান-ভারতের ফলাফলের ওপর। আগে জয় পেয়ে তারা অপেক্ষায় থাকতৃে চায়। সুতরাং জাপান আজ শুরু থেকেই জ্বলে উঠতে চাইবে। প্রস্তুতি ম্যাচে জিতলেও বাংলাদেশকে আজ কঠিন পরীক্ষায় সম্মুক্ষীণ হতে হচ্ছে। হকির মতো গতিময় খেলা আর নেই। যতক্ষণ খেলা ততক্ষণই স্ট্রিক নিয়ে দৌড়াতে হয়। গতিতে পেরে উঠছেন না জিমিরা।

সর্বশেষ খবর