রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নাঈমের ডাবল সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

নাঈমের ডাবল সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটিং লাইন যখন ধুঁকছে, তখন ঘরোয়া ক্রিকেটের রানের ফল্গুধারা ছোটাচ্ছেন সাবেকদের কাতারে চলে যাওয়া ক্রিকেটার নাঈম ইসলাম, শাহরিয়ার নাফিস, তুষার ইমরানরা। এই তিন সিনিয়র ক্রিকেটার প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেদের সামর্থ্য প্রমাণ করেই চলেছেন। বিশেষ করে নাঈম রয়েছেন দুরন্ত ফর্মে। ওয়ালটন জাতীয় ক্রিকেটে গতকাল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন ‘ছক্কা নাঈম’ খ্যাত নাঈম ইসলাম। আগেরদিন সেঞ্চুরি তুলে ৭ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছিলেন। গতকাল ক্যারিয়ার সেরা ইনিংসটি খেললেন। ঢাকা বিভাগের বিপক্ষে তিনি গতকাল সাজঘরে ফিরেন ২১৬ রানের আলো ছড়ানো ইনিংসটি খেলে। ৩৪৯ বলের ইনিংসটিতে রয়েছে ২১টি চার ও ৪টি ছক্কা। চলতি জাতীয় লিগে এটা নাঈমের দ্বিতীয় সেঞ্চুরি এবং জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বিসিবি উত্তরাঞ্চলের পক্ষে খেলেছিলেন ১৮৫ রানের ইনিংস। নাঈম বাংলাদেশের সপ্তম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। সেঞ্চুরি তার ২৩টি। শেষ ৬টি সেঞ্চুরি করেছেন নাঈম ১১ ম্যাচে। এটাই বলে কতটা ফর্মে রয়েছেন তিনি।  সবার ওপরে থাকা তুষার ইমরানের সেঞ্চুরি সংখ্যা ২৪টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর