মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক

গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া

ওমানকে পাত্তাই দেয়নি মালয়েশিয়া। ৭-১ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা সুপার ফোরে খেলবে —বাংলাদেশ প্রতিদিন

এশিয়া কাপ হকিতে ফেবারিট চার দলই সুপার ফোরে জায়গা করে নিয়েছে। ভারত প্রত্যাশিতভাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তবু হিসেবে একটু গড়মিল হয়েছে। এশিয়া কাপে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। তাদের ‘বি’ গ্রুপে শীর্ষে থাকার কথা ছিল। কিন্তু তা হয়নি, মালয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়নদের গ্রুপ রানার্স আপ হয়ে সুপার ফোর খেলতে হচ্ছে। মালয়েশিয়া প্রথম ম্যাচে চীনকে ৭-১ গোলে হারিয়ে দেয়। এরপর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অবিস্মরণীয় জয়। গতকাল ৭-১ গোলে ওমানকে হারিয়ে মালয়েশিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হলো। বিকালে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মালয়েশিয়া আরও বড় ব্যবধানে জিততে পারত। কিন্তু সুযোগ নষ্ট করায় তা আর সম্ভব হয়নি। ১৬ মিনিটে গোলের সূচনা করে মালয়েশিয়া পেনাল্টি কর্নার থেকে গোল করে ফয়জালসারি দলকে এগিয়ে রাখেন। ২ মিনিটে ফয়জালসারির পাস থেকে টেংকু তাজউদ্দিন ব্যবধান দ্বিগুণ করেন। ওমানকে এই সময়ে মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। মালয়েশিয়ার প্রাধান্য। ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শাহরিল সাবা দলের তৃতীয় গোল করেন। ২৩ মিনিটে টেংকু তাজউদ্দিন রিভার্স হিটে ব্যবধান ৪-০ করেন। এক মিনিট পরেই ওমান গোল পেয়ে যায়। তৃতীয় পেনাল্টি কর্নার থেকে সালসিন গোলটি করেন। ২৭ মিনিটে ফয়জালসারির আবার গোল। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আরশাদের গোল। ৪২ মিনিটে জাজলান নাজমি মালয়েশিয়ার পক্ষে শেষ গোলটি করেন। দিনের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়া ৪-১ গোলে চীনকে পরাজিত করে। বিজয়ী দলের জং ইউন ২টি, কিম ও ইয়াং একটি করে গোল করেন। চীনের পক্ষে ডু তালাক একমাত্র গোলটি করেন।

সর্বশেষ খবর