রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

টি-২০তে স্বরূপে সৌম্য

ক্রীড়া প্রতিবেদক

টি-২০তে স্বরূপে সৌম্য

অনেক দিন থেকে ফর্মহীনতায় ভুগছিলেন সৌম্য সরকার। টেস্ট ও ওয়ানডেতে ব্যর্থ। সৌম্যকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। তার দলে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন উঠছিল। কিন্তু টিম ম্যানেজমেন্ট সৌম্যর ওপর থেকে আস্থা হারাননি। অবশেষে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছেন এই ড্যাসিং ওপেনার।  ৩১ বলে খেলেছেন ৪৭ রানের ইনিংস। দুই ছক্কার সঙ্গে ৫টি বাউন্ডারি। সৌম্যর প্রতিটি শটই ছিল দেখার মতো। ১৫১.৬১ স্টাইকরেটে রান করেছেন। টেস্ট ও ওয়ানডেতে ব্যর্থ হলেও টি-২০তে স্বরূপে ফিরেছেন সৌম্য। ওপেনার তামিম ইকবাল না থাকার যে শূন্যতা সেটি প্রথম ম্যাচে বুঝতেই দেননি তিনি। শুরু থেকেই প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হয়েছিলেন। ১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। সৌম্য যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ ম্যাচ বাংলাদেশের হাতের মুঠোয় ছিল। কিন্তু প্রোটিয়া বোলার ফেলুকাওয়ের এক স্লোয়ারে পরাস্ত হয়ে যান। লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘারে ফিরতে হয়। সৌম্য যেভাবে খেলছিলেন, আর কয়েক ওভার ২২গজে থাকতে পারলে ম্যাচের চিত্র বদলে যেত। প্রথম টি-২০তে বাংলাদেশ হারলেও সৌম্যর ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে। তার খুনে মেজাজে ব্যাটিং দারুণ উপভোগ করেছেন সমর্থকরা। অনেক দিন পর সৌম্যকে স্বরূপে দেখে হয়তো কোচের মনেও প্রশান্তি এসেছে। সৌম্যর সামর্থ্য আছে। তাই অনেক সমালোচনা সত্ত্বেও তাকে দলে রেখেছিলেন কোচ। ক্যারিয়ারে সবারই উত্থান পতন থাকে। সৌম্যও হয়তো আগের ম্যাচের ইনিংসটা দিয়ে তার খারাপ সময়কে নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন।  সৌম্যর ইনিংসটা ছিল আত্মবিশ্বাসে টইটুম্বুর। দক্ষিণ আফ্রিকার কোনো বোলারকেই তিনি সমীহ করেননি। তবে দুর্দান্ত ব্যাটিং করার পরও দল হেরে যাওয়ায় হতাশ হয়েছেন সৌম্য। আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-২০। এ ম্যাচেও ভক্তরা তাকিয়ে থাকবেন সৌম্যর দিকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর