রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

জয়ের পর উল্লসিত বাংলাদেশ

গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী হংকং ওয়ার্ল্ড সিক্সেস টুর্নামেন্ট। প্রথমদিনেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। পুল বি-তে নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে টাইগাররা। আফিফ হোসেন ধ্রুবের অলরাউন্ড নৈপুণ্যে শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়েছে টাইগাররা। এর আগে নিজেদের প্রথম ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৭ রানে হারিয়ে শুভ সূচনা করেছিল টাইগাররা।

হংকংয়ের কোলন ক্রিকেট ক্লাব মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৮ রান করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন আফিফ হোসেন। ৬ চার ও ১ ছয়ে ১১ বলে এ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন অপরাজিত ২২ ও কাজী অনিক ১১ রান করেন। ৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে চার ওভারে ৭৫ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রান। এ অবস্থায় বল করতে আসেন আফিফ হোসেন। শেষ ওভারে ৭ রান দেন তিনি। ৮২তেই আটকে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ৬ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন জন হ্যাস্টিংস। নাথান রিয়ারডন ২৬ রান নিয়ে অপরাজিত ছিলেন। আজ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। এছাড়াও শেষ আটে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-হংকং সিলেক্ট, দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া এবং পাকিস্তান-এমসিসি (মেরিলবন ক্রিকেট ক্লাব)। আজই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কোলন ক্রিকেট ক্লাব মাঠে।

 

সর্বশেষ খবর