রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সর্বোচ্চ মূল্য ২০০০ সর্বনিম্ন ২০০ টাকা

ক্রীড়া প্রতিবেদক

সর্বোচ্চ মূল্য ২০০০ সর্বনিম্ন ২০০ টাকা

বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) পঞ্চম আসরে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) বিভিন্ন শাখায় টিকিট বিক্রি হবে। ৪ নভেম্বর সিলেটে এবার বিপিএলের পর্দা উঠছে। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২ হাজার টাকা। সর্বনিম্ন ২০০ টাকা। সিলেটে শুরু হচ্ছে বলে আপাতত ইউসিবি সেখানেই টিকিট বিক্রি করবে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট ও সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে স্থাপন করা হবে টিকিট বিক্রয় কেন্দ্র। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশ দ্বারের সামনে ও এম এ আজিজ স্টেডিয়ামের সামনে টিকিট বিক্রয় হবে। এছাড়া অনলাইনে সহজ ডটকম www.shohoz.com)ও গেজেট বাংলা ডটকম (www.gadgetbangla.com)টিকিট বিক্রয় করবে। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ম্যাচে গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার, ক্লাব হাউস (শহীদ মুশতাক এবং জুয়েল স্ট্যান্ড) ৫০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০, নর্দান স্ট্যান্ড (শেড) ৩০০, সাউদার্ন স্ট্যান্ড ৩০০, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা। সিলেটে গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার, ক্লাব হাউস ৫০০, গ্রিন হিল এরিয়া ৪০০, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা। চট্টগ্রামে গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার, ক্লাব হাউস ৫০০, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ ও ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

সর্বশেষ খবর