রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ছোটদের বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

ছোটদের বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন

অবিশ্বাস্য! অকল্পনীয়! ইংল্যান্ডের জয়কে আসলে কী বলা যায়? অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তারা স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অথচ প্রথমে ২-০ গোলে এগিয়ে থাকায় মনে হচ্ছিল স্পেনই ছোটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। ফুটবল যে এতটা অনিশ্চয়তার খেলা তা কেউ ভাবতেই পারেনি। আসলে অনিশ্চিত বললে ইংল্যান্ডকে খাটো করা হবে। ২ গোলে পিছিয়ে থাকার পর প্রথমার্ধের শেষের দিকে ১ গোল শোধ করে তারা। দ্বিতীয়ার্ধে পুরোপুরি সিংহরূপ ধারণ করে ইংলিশ কিশোররা। একের পর এক আক্রমণ করে স্পেনকে দিশাহারা করে রাখে। ম্যাজিক প্রদর্শন করে দ্বিতীয়ার্ধে স্পেনের জালে ৪ গোল। কলকাতা সল্ট লেক স্টেডিয়ামে হাজার হাজার দর্শক ইংল্যান্ডের এই জয় উপভোগ করেন। সত্যি কথা বলতে কি, ব্যবধান ২-২ হওয়ার পর স্পেনকে আর খুঁজেই পাওয়া যায়নি। পুরো ম্যাচই নিয়ন্ত্রণে রাখে ইংল্যান্ড। প্রতিপক্ষের রক্ষণভাগ একেবারে ভেঙে ফেলে। ২ গোলে এগিয়ে থাকার পর স্পেন এমনভাবে বিধ্বস্ত হবে কেউ ভাবতেই পারেনি। ম্যাচ শেষে আনন্দে মেতে ওঠে ইংল্যান্ড। অন্যদিকে স্পেনের খেলোয়াড়রা কান্নায় ভেঙে পড়ে। ছোটদের এই জয় হয়তো রাশিয়া বিশ্বকাপে ইংলিশদের উজ্জীবিত করবে। সাজ্জিও গোমেজের জোড়া গোলে ৩১ মিনিটের মধ্যেই স্পেন ২-০ গোলে এগিয়ে যায়। ৪৪ মিনিটে ইংল্যান্ডের ব্রুস্টার ব্যবধান কমায়। ৫৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মরগান গিবস। ১১ মিনিট পর পিছিয়ে থাকা ইংল্যান্ডকে এগিয়ে রাখে ফিল ফোডেন। ৮৪ মিনিটে মার্ক গুয়েহি ব্যবধান ৪-২ করলে ইংল্যান্ডের বিজয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে ফিল ফোডেন গোল করলে ইংল্যান্ড ৫-২ গোলে জিতে ছোটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়।

সর্বশেষ খবর