সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রতিভার সন্ধানে যুব গেমস

ক্রীড়া প্রতিবেদক

প্রতিভার সন্ধানে যুব গেমস

খেলাধুলার উন্নয়নের স্বার্থে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সন্ধান জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিষয়টিকে ভালোভাবেই গুরুত্ব দিচ্ছে। তাই ১৭ বয়সে সীমাবদ্ধ খেলোয়াড়দের জন্য প্রথমবারের মতো যুব গেমসের আয়োজন করতে যাচ্ছে। ঘোষণার মধ্যই সীমাবদ্ধ ছিল। এ নিয়ে তৎপরতা চোখে পড়ছিল না। তবে সব সংশয় কেটে গেছে। গতকাল কুর্মিটোলা গলফ ক্লাবে উন্মোচন করা হয়েছে যুব গেমসের লোগো। জমকালো অনুষ্ঠানে গেমসের লোগো উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও বিওএ সভাপতি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক উপস্থিত ছিলেন। লোগো যখন উন্মোচন হয়েছে তখন যুব গেমস নিয়ে আর কোনো সংশয় নেই। ২১টি ডিসিপ্লিনে এবং ৬৪টি জেলার প্রাথমিক পর্বে গেমস শুরু হবে ১৮ ডিসেম্বর। জেলা পর্যায়ের পর আগামী বছর মার্চে ঢাকায় হবে যুব গেমসের চূড়ান্ত প্রতিযোগিতা। ফুটবল, ভলিবল, বাস্কেটবল, হকি, কাবাডি, হ্যান্ডবল, অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, শুটিং, টেবিল টেনিস, স্কোয়াশ, কারাতে, তায়কোয়ান্দো, কুস্তি, জুডো, উশু, ভারোত্তোলন, বক্সিং, আরচ্যারি ও দাবা ইভেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূল আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। তবে জেলা ও বিভাগীয় পর্যায়ে যুব গেমস পরিচালনা করবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। জেলা বিভাগ এবং জাতীয় প্রত্যেকটি ধাপে সেরাদের নিয়ে দল গঠন করবে বিওএ।

বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন বলেন, এ গেমসের মধ্যদিয়ে সারা দেশে খেলাধুলার জাগরণ তৈরি হবে। দেখা মিলবে নতুন প্রতিভার। যা থেকে দেশের ক্রীড়াঙ্গন উপকৃত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর