সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিলবাওকে হারিয়ে শীর্ষেই বার্সা

ক্রীড়া ডেস্ক

বিলবাওকে হারিয়ে শীর্ষেই বার্সা

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার জয় রথ ছুটছেই। লিওনেল মেসি আছেন দারুণ ছন্দে। আর দলও নিয়মিত জয় পেয়ে চলেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর টানা চার ম্যাচ জিতল কাতালানরা। গত শনিবার বার্সেলোনা ২-০ গোলে হারিয়েছে বাস্ক অঞ্চলের ক্লাব অ্যাথলেটিক বিলবাওকে। দলের পক্ষে একটি করে গোল করেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান তারকা পলিনহো। মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনার এটা লা লিগায় নবম জয়।

গত শনিবার রাতে সান মামেসে বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার মিশন কঠিনই ছিল। অ্যাথলেটিক বিলবাও এগিয়ে যেতে পারতো ম্যাচে। তবে টার স্টেগানের দুর্দান্ত সেভে বেঁচে যায় বার্সেলোনা। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। বাস্ক ক্লাবের তারকা ফুটবলার আদুরিজ দুটি সুযোগ হারালেও কোনো ভুল করেননি লিওনেল মেসি। অবশ্য প্রথমবার মেসিও ব্যর্থ হন। ছয় গজের বক্সে বিপজ্জনকভাবে ঢুকে পড়েছিলেন এ আর্জেন্টাইন। গোলরক্ষককেও পেছনে ফেলেছিলেন। কিন্তু শট বাধা পায় পোস্টে। অবশ্য ৩৬তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসিই। এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মেসির এটা ১২তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোল হলো ১৫টি। ম্যাচের শেষদিকে অতিরিক্ত মিনিটে অবশেষে দলের পক্ষে গোল করেন পলিনহো। লা লিগায় ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। গত শনিবার ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করে অ্যাটলেটিকো মাদ্রিদ ২০ পয়েন্ট সংগ্রহ করে আছে চার নম্বরে। ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ভ্যালেন্সিয়া। গত শনিবার ভ্যালেন্সিয়া ২-১ গোলে হারিয়েছে অ্যালাভেসকে।

সর্বশেষ খবর