মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রংপুর রাইডার্সের জমকালো জার্সি উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক

রংপুর রাইডার্সের জমকালো জার্সি উন্মোচন

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গতকাল জমকালো অনুষ্ঠানে রংপুর রাইডার্সের জার্সি উন্মোচিত হয়েছে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের কর্ণধার সাফওয়ান সোবহান। এছাড়া দলটির চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, কোচ টম মুডি ও ম্যানেজার আনোয়ারুল ইকবাল মিতু উপস্থিত ছিলেন —রোহেত রাজীব

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (নবরাত্রী হলে) গতকাল উন্মোচন করা হয় রংপুর রাইডার্সের জার্সি। ‘মিট দ্য রাইডার্স’— নামের এই অনুষ্ঠানে শুরুতেই ভিডিও ক্লিপের মাধ্যমে রংপুর রাইডার্সের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। ছিল লেজার শো, ফ্যাশন শো। ভিডিও ক্লিপের মাধ্যমে প্রথমে আমন্ত্রিত অতিথিদের সামনে ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারপর একে একে মঞ্চে ওঠেন অধিনায়ক মাশরাফি, প্রধান কোচ টম মুডি, অন্য ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সব শেষ মঞ্চে ওঠেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন ও প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে পুরো অনুষ্ঠান উপভোগ করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের ছেলে আহমেদ ওয়ালিদ সোবহান। গতকাল উন্মোচন করা হয় রংপুর রাইডার্সের এন্ড্রয়েট গেম— ‘রংপুর রাইডার্স ক্রিকেট স্টারস’। এই প্রথম বিপিএলের কোনো দল এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। গুগল প্লে স্টোরে গিয়ে গেমটি ডাউন লোড করে নেওয়া যাবে। গতকাল সবচেয়ে আকর্ষণীয় ছিল লেজার শো। রঙ্গিন আলোর ঝলকানিতে চিত্রিত করা হয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রতিকৃতি। রংপুর রাইডার্সের লোগো, ব্যাট, বল ইত্যাদি লেজার শোর মাধ্যমে দেখানো হয়। ছিল দুই ধরনের ফ্যাশন শো। প্রথমে ফ্যাশন শোতে রংপুর রাইডার্সের জার্সি পরে মডেলরা অংশগ্রহণ করেন। পরে টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটাররাও ফ্যাশন শোতে অংশ নেন। বসুন্ধরা গ্রুপ রংপুর রাইডার্সের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলে আমূল পরিবর্তন এসেছে। দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার মাশরাফিকে ‘আইকন’ করা হয়েছে। টি-২০ ক্রিকেটের সম্রাট ক্যারিবীয় মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইলকে দলে নেওয়া হয়েছে। এ ছাড়া লঙ্কান সুপারস্টার লাসিথ মালিঙ্গা এবং নিউজিল্যান্ডের ভয়ঙ্কর ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে দলে নিয়েছে উত্তরাঞ্চলের দলটি। শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা, ইংল্যান্ডের রবি বোপাড়ার মতো তারকা ক্রিকেটাররাও এবার খেলবেন রংপুর রাইডার্সের জার্সিতে। আর স্থানীয় ক্রিকেটারদের মধ্যে পেসার রুবেল হোসেন, আবদুর রাজ্জাক রাজ, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, শামসুর রহমান শুভ, মোহাম্মদ মিথুনের মতো তারকা ক্রিকেটার রয়েছেন।

চ্যাম্পিয়নের চিন্তা মাথায় রেখেই এবার দল গঠন করেছে রংপুর রাইডার্স। মাঠের ক্রিকেটের বাইরেও তারা অনেক কার্যক্রম হাতে নিয়েছে। দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে মাঠে এবং মাঠের বাইরে দর্শকদের বিনোদন দেওয়া। ক্রিকেটামোদীদের কথা চিন্তা করেই আমরা অনেক পরিকল্পনা নিয়েছি।’ জার্সি উন্মোচন অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘সাফওয়ান ভাই ও ইশতিয়াক ভাইকে ধন্যবাদ এমন একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করায়। রংপুর রাইডার্সের যাত্রা শুরু হলো। আমাদের চেষ্টা থাকবে যাতে ভালোভাবে শেষ করতে পারি। আমাদের দলে টম মুডির মতো সেরা কোচ আছে। টিমটাও দারুণ। তাই আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা।’ কোচ টম মুডি বলেন, ‘আমাকে রংপুর রাইডার্সের কোচ হিসেবে সুযোগ করে দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিদের ধন্যবাদ। বিপিএলে দারুণ লড়াই হবে। ভালো কিছু করার ব্যাপারে আমি আশাবাদী।’ রংপুরের আঞ্চলিক ভাষায় রংপুর রাইডার্স তাদের থিম সং তৈরি করেছে। গতকাল অনুষ্ঠানের শেষের দিকে বাজানো হয় গানটি— ‘জাগো বাহে জাগো বাহে, তুঙ্গে তোমরা সবে  ...ব্যাট শানিয়ে মাঠে নামতে হবে!’

 

সর্বশেষ খবর