মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ফুটবল উন্নয়নে দিক-নির্দেশনা দিলেন সালমান

ঢাকায় এএফসি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

ফুটবল উন্নয়নে দিক-নির্দেশনা দিলেন সালমান

বাফুফে ভবনে নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফা —বাংলাদেশ প্রতিদিন

জাতীয় দলের পারফরম্যান্স যাচ্ছেতাই। তবে আন্তর্জাতিক পর্যায়ে মহিলা ও যুব দলগুলোর পারফরম্যান্স ভালো। আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল করতে ক্লাব পর্যায়ে উন্নতি করতে হবে জানান বাংলাদেশ সফররত এশিয়ান ফুটবল কাউন্সিলের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফা। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় একথা বলেন। তিন দিনের সফরে এএফসি সভাপতি বর্তমানে ঢাকায়।

এএফসি সভাপতি শেখ সালমান গতকাল ব্যস্ত সময় পার করেছেন। দেশের ফুটবলের উন্নয়নে কি করা উচিত বাফুফের, তার একটি দিক নির্দেশনাও দিয়েছেন তিনি। গতকাল বাফুফের সঙ্গে বৈঠক শেষে মিডিয়ার মুখোমুখিতে বলেন, ‘এএফসির সব প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। ফুটবলের উন্নয়নের জন্য সব ধরনের চেষ্টা করছে। আমরা প্রশাসনিক কাজগুলো দেখাশোনা করছি। ফিফা তিনটি মিনি অ্যাস্ট্রোটার্ফ অনুমোদন করেছে। খুব শিগগিরই টার্ফগুলো পৌঁছে যাবে।’ শুধু টার্ফের বিষয়ই নয়। এএফসি দেশের ফুটবল উন্নয়নে টেকনিক্যাল ও অবকাঠামোগত সুযোগ ও সুবিধাও দিবে বলেন শেখ সালমান, ‘মিনি অ্যাস্ট্রোটার্ফ দেওয়ার প্রোগ্রাম আমরা শুরু করেছি। টেকনিক্যালি ও অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা স্পেশালিষ্ট পাঠাব। তাদের সহযোগিতায় লাভবান হবে বাংলাদেশ। আমরা কখনোই কোনো দেশের উপর ছড়ি ঘোরাতে চাইনা। মহিলাদের ফুটবল নিয়ে উচ্ছ্বাস পোষণ করেন এএফসি সভাপতি, ‘এশিয়ার বেশ কয়েকটি দেশ তাদের মহিলা ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশও মহিলা ফুটবলে উন্নতি করছে। এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলেছে। যা ১৭ কোটি মানুষের এই দেশকে অনেক উপরে নিয়ে গেছে।’

বাফুফের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এএফসি সভাপতি বলেন, ‘যে কোনো দেশের ফুটবল উন্নয়নে ক্লাবের পারফরম্যান্স জরুরি। ক্লাব পর্যায়ে উন্নতি করতে না পারলে জাতীয় দলের উন্নতি হয় না। জাতীয় দলের উন্নতির দায়িত্ব অবশ্যই ক্লাবগুলোর পারফরম্যান্সের উপর নির্ভরশীল। এসব নির্ভর করে তৃণমূল পর্যায়ের উন্নতির উপর। ১৯৯৬ সালে আমি যখন বাহরাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, তখন অটো ফিস্টার ছিলেন বাংলাদেশের কোচ। ওই সময়ে ফল বের করতে অনেক কষ্ট হয়েছে আমাদের। আমি বিশ্বাস করি, এখানে প্রতিভা রয়েছে। কেবল খুঁজে বের করতে হবে।’ মিডিয়ার মুখোমুখিতে বাফুফের সভাপতি এএফসি সভাপতিকে বাংলাদেশের বন্ধু বলেন, ‘এএফসি সভাপতি বাংলাদেশের ভাই ও বন্ধু। যে কোনো সময় আমি তার কাছে পৌঁছতে পারি। মাত্র দুই মিনিটেই তিনি আমাদের সমস্যা সমাধান করে দেন। এই হলো প্রকৃত বন্ধুর আচরণ।’

সর্বশেষ খবর