মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আরও পিছিয়ে পড়ল রিয়াল

ক্রীড়া ডেস্ক

আরও পিছিয়ে পড়ল রিয়াল

ম্যাচ শেষে উৎসবে মেতেছেন জিরোনার ফুটবলাররা —এএফপি

কাতালুনিয়া স্বাধীনতা ঘোষণা করেছে। অন্যদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ কাতালানদের স্বায়ত্তশাসন বাতিল করে সরাসরি নিয়ন্ত্রণ আরোপ করেছে। মাদ্রিদের এই আধিপত্য কবে শেষ হবে বলা মুশকিল। তবে কাতালান ক্লাব জিরোনা এরই মধ্যে মাদ্রিদের অহঙ্কার ধুলোয় মিশিয়ে দিয়েছে। গত রবিবার লা লিগার ম্যাচ খেলতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ কাতালান ক্লাব জিরোনার মাঠে। সেই ম্যাচে শুরুতে ইসকোর গোলে এগিয়েও গিয়েছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে গোল করে স্টুয়ানি ও পুর্তো জিরোনাকে দারুণ এক জয় উপহার দেন। নিজেদের মাঠে জিরোনা ২-১ গোলে হারিয়ে দেয় রিয়াল মাদ্রিদকে। এ পরাজয়ে লা লিগায় ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই থাকল জিদানের শিষ্যরা। তবে বার্সেলোনার চেয়ে আরও পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন মেসিরা। অবশ্য আট পয়েন্টে পিছিয়ে গেলেও হতাশ নন জিনেদিন জিদান।

চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে আট পয়েন্টে পিছিয়েও হতাশ নন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তিনি বলেন, ‘এখন সবাই আট পয়েন্ট ব্যবধানের কথা বলবে। কিন্তু কোনো কিছুই বদলে যায়নি। আমরা জানি, ঘুরে দাঁড়াতে পারব। মৌসুমজুড়ে আমাদের ভালো দিন আসবে এবং অন্যান্য দলগুলো পয়েন্ট হারাবে।’ জিরোনার কাছে হারলেও লা লিগা জয়ের আশা ছাড়েননি জিদান। লা লিগায় রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় বেশ সুবিধাই হল বার্সেলোনার। অবশ্য কাতালুনিয়া স্বাধীন হয়ে গেলে বার্সেলোনা কোথায় খেলবে তা এখনো নিশ্চিত নয়। এ কারণে এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে রিয়াল মাদ্রিদের    সামনে সুযোগ তো রয়েছেই। মাত্র ১০ ম্যাচ হলো লিগে। এখনো    ২৮ ম্যাচ বাকি। এর মধ্যে কত কিছুই তো ঘটতে পারে! এদিকে লা লিগায় গত রবিবার জয় পেয়েছে মালাগা। তারা সেল্টাভিগোকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় পেল। এছাড়াও লা লিগায় জয় পেয়েছে সেভিয়া ও গেটাফে। সেভিয়া ২-১ গোলে হারিয়েছে লেগ্যানেসকে। অন্যদিকে গেটাফে ২-১ গোলে হারিয়েছে রিয়াল সুসিদাদকে। অ্যাইবার-লেভান্তে ২-২ গোলে ড্র করেছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর