মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
বিসিবির নির্বাচন আজ

দুর্জয়কে লড়তে হচ্ছে

ক্রীড়া প্রতিবেদক

দুর্জয়কে লড়তে হচ্ছে

ব্যর্থতার নামাবলি লিখে দক্ষিণ আফ্রিকা সফর শেষ বাংলাদেশ ক্রিকেট দলের। আজকালের মধ্যে ফিরবে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে। দিন কয় পরেই ক্রিকেটাররা আবার নেমে পড়বেন বিপিএল খেলতে। ক্রিকেট দলের যখন এমন ব্যস্ত সূচি, তখন বিসিবির কর্মকর্তা, সংগঠকরা ব্যস্ত নির্বাচন নিয়ে। আজ বিসিবির বহুল আলোচিত নির্বাচন। ২০১৭ সালের নতুন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ফল ঘোষিত হবে আগামীকাল। নির্বাচন হবে জেলা ও বিভাগের ক্যাটাগরি-১-এর ঢাকা ও বরিশাল বিভাগে। ক্লাবগুলোর ক্যাটাগরি-২-এর ১২ পরিচালক এবং ক্রিকেটার্সদের ক্যাটাগরি-৩-এর একজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চূড়ান্ত হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের দুই পরিচালকও। ক্যাটাগরি-১ ১০ পরিচালকের মধ্যে ঢাকা ও বরিশাল বাদে বাকি বিভাগের ৭ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঢাকার দুই পরিচালকের জন্য নির্বাচন করবেন চার প্রার্থী। বিসিবির সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয় মানিকগঞ্জের কাউন্সিলর। এবার তিনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের প্যানেলের প্রার্থী। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়কের প্রতিপক্ষ হিসেবে লড়াই করছেন নারায়ণগঞ্জের তানভীর আহমেদ টিটো, কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম ও নরসিংদীর শাহিনুল ইসলাম ভূইয়া। বরিশালের একজন পরিচালকের জন্য নির্বাচন করবেন সাবেক পরিচালক আব্দুল আওয়াল চৌধুরী ভুলু ও আলমগীর হোসেন আলো। ক্লাব ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক নাজমুল হাসান পাপন, আফজালুর রহমান সিনহা, জালাল ইউনুস, ডা. মুহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক, লোকমান হোসেন ভুইয়া, মাহাবুবুল আনাম, মনজুর কাদের, নজিব আহমেদ, মো. হানিফ ভুঁইয়া, শওকত আজিজ রাসেল, তানজিল চৌধুরী ও গাজী গোলাম মর্তুজা। ক্রীড়া পরিষদের দুই পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও আহম্মেদ সাজাদুল আলম ববি এবং ক্লাব ক্যাটাগরির খালেদ মাহমুদ সুজন। জেলা ও বিভাগের ক্যাটাগরী থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট), আকরাম খান ও আ জ ম নাছির উদ্দীন (চট্টগ্রাম), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা), সাইফুল আলম চৌধুরী স্বপ্ন (রাজশাহী), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর