মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ফেদেরারের ৯৫তম শিরোপা

ক্রীড়া ডেস্ক

সুইস ইনডোরের অষ্টম শিরোপা জিতলেন রজার ফেদেরার। গত রবিবার আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন দেল পুত্রোকে ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে শিরোপা জিতেন এই সুইস কিংবদন্তি। কেবল সুইস ইনডোরের শিরোপাই নয়, তিনি মৌসুম শেষে রাফায়েল নাদালকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে আসার পথ অনেকটাই পরিষ্কার করলেন তিনি। ক্যারিয়ারে ৯৫তম এটিপি শিরোপা জিতলেন ৩৬ বছর বয়সী ফেদেরার। সর্বোচ্চ ট্রফিজয়ীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইভান লেন্ডলকে (৯৪) পেছনে ফেলেছেন তিনি। এখন ফেদেরারের সামনে কেবল জিমি কনোরস। তিনি ১০৯টি এটিপি শিরোপা জিতে সবার উপরে অবস্থান করছেন। ৩৬ বছর বয়সে এসে ফেদেরার এই রেকর্ড স্পর্শ করতে পারবেন কি না বলা মুশকিল। তবে যে গতিতে এগিয়ে চলেছেন এই সুইস কিংবদন্তি, সম্ভাবনার দ্বার তো উন্মুক্তই। দিন কয়েক আগেই সাংহাই মাস্টার্সে রাফায়েল নাদালকে হারিয়েছেন ফেদেরার। ১৯ বারের গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা চলতি মৌসুমে এ নিয়ে সাতটি শিরোপা জিতলেন। হুয়ান মার্টিন দেল পুত্রোকে হারানোর পর ফেদেরার বলেন, ‘হুয়ান মার্টিনকে অভিনন্দন। ইউএস ওপেন (কোয়ার্টার ফাইনালে ফেদেরারকে হারান) থেকে তোমার দারুণ সময় কাটছিল, তার আগেও। আমার তো মনে হয়, প্রতি সপ্তাহেই যদি তোমার বিপক্ষে এমন খেলতে পারতাম!’ অবশ্য নিজের অবস্থাটা ভালোই জানা আছে ফেদেরারের। ভবিষ্যতে যে এমন দুরন্ত খেলা কঠিন হবে, তা স্বীকার করলেন অবলীলায়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর