মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সিলেটে বিপিএল ঘিরে উন্মাদনা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জাঁকজমকপূর্ণ এই ক্রিকেট যুদ্ধের আঁচ এখন সিলেটে। প্রথমবারের মতো সিলেটের মাঠে অনুষ্ঠিতব্য এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে উন্মাদনা চলছে দর্শকদের মধ্যে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিপিএলের জন্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও প্রস্তুত। এখন শুধু ব্যাটে-বলের লড়াই শুরুর অপেক্ষা।

সবুজ নিসর্গের মধ্যে প্রকৃতির কোলে অবস্থান সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন এই স্টেডিয়ামে এখনো মাশরাফিরা আন্তর্জাতিক ম্যাচের লড়াইয়ে নামেননি। বিপিএলেও বঞ্চিত ছিল সিলেট। তবে এবার অর্থমন্ত্রীর প্রচেষ্টায় প্রথমবারের মতো সিলেটের মাঠে দেখা যাবে দেশে চার-ছক্কার লড়াইয়ের সবচেয়ে বড় আসরের আটটি ম্যাচ। ৪ নভেম্বর বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সিলেট সিক্সার্স। বিপিএলের গত চারটি আসরের তিনটিতেই অংশগ্রহণ করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। তবে একটিতেও ছিল না সিলেটের মালিকানা। এবার অর্থমন্ত্রীর ছেলে সাহেদ মুহিতের উদ্যোগে সিলেটি মালিকানায় বিপিএলে খেলছে সিলেট সিক্সার্স। এজন্য এ ফ্র্যাঞ্চাইজি নিয়ে সিলেটের ক্রীড়াপ্রেমীদের মধ্যে কাজ করছে বাড়তি আগ্রহ। ম্যাচের টিকেটের জন্য চাতক পাখির মতো অপেক্ষায় আছেন তারা। সিলেটে ইউসিবি ব্যাংকের তিনটি শাখায় আজ থেকে পাওয়া যাবে টিকিট। এছাড়া সিলেট জেলা স্টেডিয়ামে একটি বুথে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে। তবে গতকাল থেকেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে টিকিট নিয়ে হাহাকার চলছে। সিলেটে ইউসিবি ব্যাংকের শাখায় গতকাল ভিড় করেন বিপুল সংখ্যক টিকিটপ্রত্যাশী। কিন্তু ব্যাংক থেকে টিকিট না আসার বিষয়টি জানানো হয়।

সর্বশেষ খবর