বুধবার, ১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

টটেনহ্যামের অতিথি রিয়াল

ক্রীড়া ডেস্ক

টটেনহ্যামের অতিথি রিয়াল

দুই সপ্তাহ আগে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে এসেছিল ইংলিশ ক্লাব টটেনহ্যাম। সেই ম্যাচ নিজেদেরই ভুলে ১-১ ড্র করেছিল রিয়াল মাদ্রিদ। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ফিরতি লেগ খেলতে টটেনহ্যামের মাঠে হাজির জিনেদিন জিদানের শিষ্যরা। গত রাতেই লন্ডন পৌঁছেছেন রোনালদোরা। সঙ্গে আছেন গেরেথ বেলেও। তবে ওয়েলসিয়ান এই তারকা ফুটবলার সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নাও থাকতে পারেন। ইনজুরি কাটিয়ে এরই মধ্যে অনুশীলনে ফিরেছেন তিনি। কিন্তু এখনো গেরেথ বেলে পূর্ণ ফিট নন বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে। এই তারকা ফুটবলারের পুরনো ভক্তরা হতাশই হবেন এই খবরে। তবে রিয়াল মাদ্রিদের জন্য সুখবর, বেলে ইনজুরি কাটিয়ে শিগগিরই ফিরছেন। আজ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টটেনহ্যামের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে দিন কয়েক আগেই কাতালান ক্লাব জিরোনার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। সেই হারের ধাক্কা কাটিয়ে লস ব্ল্যাঙ্কোসরা কি পারবেন টটেনহ্যামের মতো কঠিন দলের বিপক্ষে জয় নিয়ে বাড়ি ফিরতে? জিদান অবশ্য গত ম্যাচের পরই বলেছিলেন, পরাজয় নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। বরং টটেনহ্যাম ম্যাচ নিয়েই ভাবছেন রিয়াল মাদ্রিদ কোচ। জিদানের মতো ম্যাজিশিয়ান কোচ অনেক কিছুই করেছেন রিয়ালের জন্য। দেখা যাক, এবার টটেনহ্যামের জন্য দলকে কেমন প্রস্তুত করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের এইচ গ্রুপে ৭ পয়েন্ট করে সংগ্রহ করেছে টটেনহ্যাম ও রিয়াল মাদ্রিদ। দুই দলের গোল ব্যবধানও সমান (+৫)। আজ যারা জিততে তারাই পৌঁছে যাবে শেষ ষোলতে। এদিকে এইচ গ্রুপে আজ মুখোমুখি হচ্ছে বুরুসিয়া ডর্টমুন্ড ও অ্যাপল নিকোসিয়া।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ এফ গ্রুপে ইতালিয়ান ক্লাব নেপোলির মুখোমুখি হচ্ছে পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। প্রথম তিন ম্যাচ জয় করে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। এই গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার ডনেস্ক। আজ তারা ডাচ্ ক্লাব ফেনর্ডের মুখোমুখি হচ্ছে। ই গ্রুপে ইংলিশ ক্লাব লিভারপুল নিজেদের মাঠে স্লোভেনিয়ান ক্লাব ম্যারিবরের মুখোমুখি হচ্ছে। এ ছাড়া স্প্যানিশ ক্লাব সেভিয়া মুখোমুখি হচ্ছে রুশ ক্লাব স্পার্টাক মস্কোর। ই গ্রুপে লিভারপুল ৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে। সমান পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে আছে স্পার্টাক মস্কো। জি গ্রুপের ম্যাচে আজ বেসিকতাস-মোনাকো এবং পোর্তো-লিপজিগ মুখোমুখি হচ্ছে। এই গ্রুপে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে তুর্কি ক্লাব বেসিকতাস।

 

 

সর্বশেষ খবর