বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নাজমুলই বিসিবির সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

নাজমুলই বিসিবির সভাপতি

নাজমুল হাসান পাপন যে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছেন সেটা নিশ্চিতই ছিল। কেন না আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। কেবল আনুষ্ঠানিকতা বাকি ছিল। গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেল। বোর্ড পরিচালকদের সর্বসম্মতিক্রমে তৃতীয় মেয়াদে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। বোর্ড সভাপতি মিডিয়াকে বলেন, ‘গত চার বছর সভাপতি হিসেবে থাকার পর নিজের একটা সিদ্ধান্ত ছিল, বিসিবিতে থাকব কিন্তু সভাপতি হিসেবে নয়। অন্য কেউ সভাপতি হিসেবে থাকবে, আমি তাকে সহযোগিতা করব। কারণ এটা একটা ফুল টাইমের জব। এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল আমার জন্য। কিন্তু বিসিবির পরিচালকরা সবাই আবারও আমাকেই বিসিবির সভাপতি হিসেবে চায়। তা ছাড়া যেহেতু আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না তাই আমি আবার সভাপতি নির্বাচিত হয়েছি। নিজের কাছে ভালো লাগছে।’

নতুন মেয়াদে নির্বাচিত হয়ে নতুনভাবে শুরু করতে চান নাজমুল হাসান। তিনি বলেন, ‘আসলে বিসিবি এমন একটা সংগঠন খুবই সম্মানের, ফলে এখানে সবাই আসতে চায়। কিন্তু আমার কাছে কাজটা কঠিন হয়ে যাচ্ছিল। তাই নতুন দায়িত্ব নেওয়ার পর সব কিছু নতুন করে শুরু করব।’

নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি হিসেবে প্রথম দায়িত্ব পেয়েছিলেন ২০১২ সালের অক্টোবরে। ওই সময় বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল আইসিসির সহ-সভাপতির দায়িত্ব নেওয়ায় তাকে বিসিবির পদটি ছাড়তে হয়েছিল। পরে সরকার নাজমুল হাসানকে মনোনয়ন দেয়। তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ২০১৩ সালের অক্টোবরে।

এবার নাজমুল হাসান পাপনের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ২০১৩ সালেও তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। সেবার নামজুলের বিরুদ্ধে নির্বাচন করার কথা ছিল সাবের হোসেন চৌধুরীর প্যানেলের। কিন্তু নির্বাচনের আগে স্বচ্ছতার প্রশ্ন তুলে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল। এবার তো কোনো প্রতিদ্বন্দ্বীই নেই।

এবারের নির্বাচন নিয়ে কোনো উত্তাপই ছিল না। বিসিবির ২৫ পরিচালক পদের মধ্যে নির্বাচন হয়েছে মাত্র তিনটিতে। এর মধ্যে ২০ জন পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে সরাসরি পরিচালক হয়েছেন দুজন। তিন পরিচালক পদের নির্বাচনে কেবল উত্তেজনা ছিল সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে। কিন্তু বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক দাপটের সঙ্গেই জিতেছেন।

বিসিবির পরিচালনা কমিটি গঠন ও সহসভাপতি নির্বাচন করা হবে বিপিএল চলাকালীন। ঢাকায় যখন খেলা হবে তখন। নাজমুল হাসান পাপন বলেন, ‘আগের যে কমিটি আছে তারাই দায়িত্ব পালন করবে। ৪ নভেম্বর থেকে বিপিএল সিলেটে শুরু হচ্ছে। ঢাকায় যখন খেলা চলবে তার মাঝেই সহসভাপতি ও কমিটিগুলো পরিবর্তন করা হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর