শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

আসরে চোখ থাকবে যাদের দিকে

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

আসরে চোখ থাকবে যাদের দিকে

বারুদে ঠাসা উন্মাদনা নিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসর। মঞ্চ সাজিয়ে প্রস্তুত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সবুজ প্রকৃতির মধ্যে থাকা এই মঞ্চে আজই চার-ছক্কার ফুলঝুরি ছুটবে। দুপুরে সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে এবার শুরু হচ্ছে বিপিএল। সন্ধ্যায় রাজশাহী কিংসের মুখোমুখি হবে আসরের অন্যতম ফেবারিট রংপুর রাইডার্স।

রংপুর রাইডার্সে তারকার ছড়াছড়ি। এতে রয়েছেন মাশরাফি, রুবেল, শাহরিয়ার নাফিস, আবদুর রাজ্জাক, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, থিসারা পেরেরা, সামিউল্লাহ শেনোয়ারি, স্যামুয়েল। এদের যে কেউ জ্বলে উঠলে প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারেন। বিশেষ করে মাশরাফি, নাফিস, রাজ্জাক, গেইল, ম্যাককালাম, পেরেরার দিকেই চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের। বিপিএলে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়া দলের অধিনায়ক ছিলেন মাশরাফি। গেইলের ভাণ্ডারে বিপিএলের সবচেয়ে বেশি ৬০টি ছক্কা, সঙ্গে তিনটি সেঞ্চুরি। নিজেদের দিনে একাই জয় ছিনিয়ে আনার সক্ষমতা এদের সবারই আছে। অবশ্য গেইল কবে আসবেন তা এখনো জানা যায়নি। ম্যাককালাম আসার কথা ১৫ নভেম্বর।

মুশফিক, ড্যারেন স্যামি, মোহাম্মদ সামি, লুক রাইট, সিমন্স, জেমস ফ্র্যাঙ্কলিনদের নিয়ে দল সাজিয়েছে রাজশাহী কিংস। বিপিএলে সবচেয়ে বেশি ১১৭২ রান মুশফিকের। সব আসর মিলিয়ে সেরা বোলিং সামির। ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটরের বিপক্ষে মাত্র ৬ রানে ৫ উইকেট শিকার করেছিলেন তিনি।

বিপিএলের এবারের আসরে অন্যতম তারকাসমৃদ্ধ দল ঢাকা ডায়নামাইটস। বিশেষ করে বিদেশি খ্যাতনামা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে এ ফ্র্যাঞ্চাইজিটি। সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, নাদিফ চৌধুরীদের সঙ্গে আছেন কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি, সুনীল নারাইন, মোহাম্মদ আমির, এভিন লুইস, পোলার্ড, কেভন কুপাররা। বিপিএলের প্রথম দুই আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট সাকিব, গেল আসরে ছিলেন চ্যাম্পিয়ন ঢাকার অধিনায়ক। এ ছাড়া বিপিএলে সবচেয়ে বেশি ৬১টি উইকেট তার। আফ্রিদি, সাঙ্গাকারা, পোলার্ডদের কেউ ব্যাট হাতে জ্বলে উঠলেই প্রতিপক্ষরা কুলিয়ে উঠতে পারবে না। সঙ্গে বল হাতে দুর্ধর্ষ পেসার আমির, কুপাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে যথেষ্ট। এবারই প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে সিলেট সিক্সার্স। সিলেটী মালিকানায় এ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে সিলেটে তুমুল আগ্রহ। ঘরের মাঠে আজ ঢাকার বিপক্ষে ১৮ হাজার দর্শকের পুরো সমর্থনই পাবে সিলেট সিক্সার্স। সাব্বির রহমান, নাসির হোসেন, নাবিল সামাদ, ইমতিয়াজ হোসেন তান্না, নুরুল হাসান সোহান, রস হুইটলি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিশমার সান্টোকি, উপুল থারাঙ্গা, রিচার্ড লেভিদের দলে ভিড়িয়েছে এ ফ্র্যাঞ্চাইজি। বিপিএলের গত আসরে ১২২ রানের দুর্ধর্ষ এক ইনিংস খেলেছিলেন সাব্বির। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত সৈনিক নাবিল সামাদ, তান্না, নুরুল হাসানরা। পাকিস্তানের বাবর আজম তো ব্যাট হাতে দুর্ধর্ষ, সঙ্গে ছক্কা হাঁকানোর জন্য খ্যাত হুইটলি, লেভিরা প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে যথেষ্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর