শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

জিতলেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

জিতলেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

আসছে ফুটবল মৌসুমে পেশাদার লিগ খেলবে বসুন্ধরা কিংস। আগের ম্যাচে বাংলাদেশ পুলিশকে হারিয়ে দেশসেরা এই আসরে খেলা নিশ্চিত করে ফেলেছে দলটি। এখন শুধু অপেক্ষা শিরোপাটাই। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ লিগে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। নফেল স্পোর্টিং সমান সংখ্যক ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। তাদেরও পেশাদার লিগ খেলা অনেকটা নিশ্চিত বলা যায়। এখন চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে কারা পেশাদার লিগ খেলবে, তা-ই দেখার বিষয়।

আজ বসুন্ধরা কিংস নিজেদের ১৭তম ম্যাচে মুখোমুখি হবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। জিতলে এক ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বসুন্ধরা। ৮ নভেম্বর পরবর্তী ম্যাচে ইয়ংমেন্স ফকিরেরপুলের কাছে হারলেও যায় আসবে না। অর্থাৎ বাকি দুই ম্যাচের মধ্যে এক ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। তবে শেষ ম্যাচের অপেক্ষা নয়, আজই শিরোপা নিশ্চিত করতে চায় বসুন্ধরা কিংস।

বসুন্ধরার পেশাদার লিগ নিশ্চিত হলেও নফেলকে অপেক্ষায় থাকতে হবে। আজ জিতলে তাদের কোনো সমস্যা থাকবে না। কিন্তু দুই ম্যাচ টানা হারলে সেই সঙ্গে মতিঝিল টিএন্ডটি ও উত্তর বারিধারা দুটো ম্যাচ জিতলে পেশাদার লিগ খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে নফেলের। তখন আবার টিএন্ডটি ও বারিধারার গোল পার্থক্য হিসাব করে নির্ধারণ হবে পেশাদার লিগে বসুন্ধরার সঙ্গী হবে কে?

চ্যাম্পিয়নশিপ লিগে এবারই প্রথম খেলছে বসুন্ধরা কিংস। দলের সভাপতি ইমরুল হাসান দলবদলের দিন দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আমাদের লক্ষ্য অবশ্যই পেশাদার লিগ। সাফল্যের পাশাপাশি ফুটবলে নতুনত্ব আনতে চায় বসুন্ধরা কিংস। নতুনত্বের সেই আভাসও কিন্তু পাওয়া গেছে।               ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন ধরে দর্শক খরা চলছে। মোহামেডান-আবাহনী চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়েও  গ্যালারি থাকছে প্রায় ফাঁকা। ফুটবলে এই চেহারা বদলে দিয়েছে বসুন্ধরা কিংস। শুরু থেকেই তাদের হাজার  হাজার সমর্থক গ্যালারি মাতিয়ে রাখছেন।

সর্বশেষ খবর