শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মুশফিক নন স্যামি অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন মুশফিকুর রহিম। ব্যাটিং স্বর্গে বোলিং নেওয়ায় সমালোচনায় এফোর-ওফোর হয়েছিলেন তিনি। ম্যাচ শেষে বোলারদের বিষোদাগার করেছিলেন মুশফিক। তিনি নিজেও সমালোচনার আতশী কাছে ব্যবচ্ছেদ হয়েছিলেন। তখন থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, মুশফিকের অধিনায়কত্ব বোধহয় চলে যাচ্ছে! সেই গুঞ্জনে গতকাল আর একপ্রস্থ ঘি ঢেলে দিয়েছেন রাজশাহী কিংসের কর্ণধাররা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও দলটির নেতৃত্বভার তুলে দিয়েছেন দুই বারের টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামির কাঁধে। দলের আইকন ক্রিকেটার হওয়া স্বত্বেও রাজশাহী কিংসকে নেতৃত্ব দিতে পারছেন না মুশফিক। যদিও টাইগার টেস্ট অধিনায়ক গত আসরে বরিশাল কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন। বরিশাল এবার বিপিএলে নেই।

গতকাল বিকালে অনুশীলন শেষে মিডিয়ার মুখোমুখিতে কথা বলেন রাজশাহীর স্যামি। দলটির সহ-অধিনায়ক মুশফিক। দায়িত্ব না পাওয়ায় হতাশ নন বলে জানান টাইগার টেস্ট অধিনায়ক, ‘আমি টেস্ট অধিনায়ক। টি-২০ কিংবা ওয়ানডে অধিনায়ক নই। তাই আমি এসব নিয়ে চিন্তা করছি না। আমার কাজ পারফরম করা। আমি সেটাই করতে চাই।’ বিপিএলের সবচেয়ে সফল ব্যাটসম্যানদের একজন মুশফিক। মুশফিককে এবার শুধু একজন ক্রিকেটার হিসেবে্ দেখা যাবে বিপিএলে। এটা মেনে নিয়ে মুশফিক আরও বলেন, ‘দলের সেরাটাই আমার চাওয়া। আমি একজন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান হিসেবে খেলতে চাই।’

রাজশাহী আজ রাতে ফ্লাডলাইটের আলোয় খেলতে নামবে। প্রতিপক্ষ মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স। দলটিতে মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজদের মতো তারকা ক্রিকেটার রয়েছেন। রয়েছেন লেন্ডল সিমন্স, লুক রাইট, সামিত প্যাটেল, জেমস ফ্রাঙ্কলিনদের মতো ক্রিকেটার। এদের নিয়েই সামনে এগোতে চান অধিনায়ক স্যামি, ‘আমরা যদি সামর্থ্যের সেরাটা খেলতে পারি, তাহলে অবশ্যই ভালো ফল করতে পারব।’

 

সর্বশেষ খবর