শনিবার, ৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

চ্যালেঞ্জের মুখে সাকিব

নিজস্ব প্রতিবেদক, সিলেট

চ্যালেঞ্জের মুখে সাকিব

সাকিব আল হাসানের নেতৃত্বে গতবার বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ডায়নামাইটস। এবার কি ট্রফি ধরে রাখতে পারবেন? এবার চ্যালেঞ্জটা পুরোপুরি ভিন্ন। প্রায় প্রতিটি দলই শক্তিশালী। কারা যে সুপার ফোর বা চ্যাম্পিয়ন হবে বলা মুশকিল। বিপিএলে আজ উদ্বোধনী দিনে ঢাকা ডায়নামাইটস লড়বে সিলেট সিক্সাসের বিপক্ষে। ঘরের মাঠে খেলবে বলে সিলেট বাড়তি সুবিধা পাবে। তাহলে কি শুরুতেই হোঁচট খাবে ঢাকা? আসলে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এখানে কখন কী ঘটে বলা মুশকিল। তবে শক্তির দিক দিয়ে ঢাকাকে কিছুটা এগিয়ে রাখা যায়। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, ডায়নামাইটসে ভালোমানের বিদেশি ক্রিকেটার রয়েছেন। তবে দলের মূল ভরসা সাকিবই। একাই তিনি ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। বিপিএলে অধিনায়ক হিসেবে মাশরাফি টানা তিনবার দলকে শিরোপা এলে দিয়েছেন।

সাকিবের অবশ্য সেই কৃতিত্ব নেই। অধিনায়ক হিসেবে গতবারই চ্যাম্পিয়ন হয়েছেন। সাকিব অবশ্য একটি রেকর্ড গড়ে রেখেছেন বিপিএলে। প্রথম ও দ্বিতীয় আসরে তার হাতে সেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছে।

২০১২ সালে প্রথম বিপিএলে টুর্নামেন্ট সেরা পারফরমার। ব্যাট হাতে ২৮০ রান। বোলিংয়ে পাঁচ উইকেট। দ্বিতীয়বার সেরা হন ঢাকা গ্ল্যাডিয়েটরসের পক্ষে খেলে। ব্যাট ও বোলিংয়ে সমানভাবে জ্বলে ওঠেন তিনি। ১৬৪.৫০ স্ট্রাইক রেটে ৩২৯ রান। উইকেট ১৫টি।

এবারও ঢাকার ভরসা সাকিবই। কিন্তু কতটুকু জ্বলে উঠতে পারবেন সেটাই প্রশ্ন। প্রতিটি দলই শক্তিশালী। সুতরাং এবার বিপিএল হবে সাকিবের চ্যালেঞ্জের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর