রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিপিএলে মাতোয়ারা সিলেট

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

বিপিএলে মাতোয়ারা সিলেট

প্রথমবারের মতো দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর মাঠে গড়িয়েছে সিলেটে। এই উচ্ছ্বাসের সঙ্গে বাড়তি যোগ হয়েছে ‘ঘরের দল’ সিলেট সিক্সার্স। দুইয়ে মিলে বিপিএলকে ঘিরে উৎসবের উচ্ছ্বাসে মেতেছে সিলেট। বিপিএল ক্রিকেটের সবচেয়ে ‘রঙিন’ সংস্করণ। সেই রঙিনে যেন গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। বিপিএলের গত চারটি আসরের একটিও হয়নি সিলেটে। তার ওপর সিলেটি মালিকানার কোনো ফ্র্যাঞ্চাইজিও ছিল না বিপিএলে। এসব কারণে বিপিএল নিয়ে সিলেটের ক্রীড়াপ্রেমীদের আগ্রহে ছিল ভাটা, সিলেটের মাঠে খেলা না হওয়ায় ছিল ক্ষোভ। অবশেষে বিপিএলের পঞ্চম আসরের উদ্বোধন হয়েছে সিলেটে। হচ্ছে আটটি ম্যাচ। এছাড়া সিলেটি মালিকানায় আছে সিলেট সিক্সার্স ফ্র্যাঞ্চাইজিও। সিলেটের ক্রিকেটপ্রেমীরা তাই বিপিএলে রঙে রঙিন হয়ে ওঠলেন। গত কদিন ধরেই সিলেটে বিপিএলের টিকিট নিয়ে কাড়াকাড়ি চলছিল। কালোবাজারিদের হাতে টিকিট চলে যাওয়ায় সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল হাহাকার। টিকিট না পেয়ে ভাঙচুর, বিক্ষোভের ঘটনাও ঘটেছে। এই কাড়াকাড়িতে যারা টিকিট পেয়েছেন, তারা গতকাল সকাল থেকেই দাঁড়িয়ে গেলেন স্টেডিয়ামের প্রবেশপথে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর