বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভারতকেও উড়িয়ে দিল যুবারা

যুব এশিয়া কাপ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

ভারতকেও উড়িয়ে দিল যুবারা

দক্ষিণ আফ্রিকা সফরে রীতিমতো বিধ্বস্ত হয়েছে জাতীয় দল। টেস্ট, ওয়ানডে, টি-২০ কোনো ফরম্যাটেই দাঁড়াতে পারেনি। এমন মানে দেশবাসী যখন চিন্তিত, তখন আবার কোচ হাতুরাসিংহেও জাতীয় দল থেকে পদত্যাগ করেছেন। এ নিয়ে ঘোলাটে অবস্থা বিরাজ করছে। এ সময় আবার যুবারা একের পর এক জয় পেয়ে শিরোপার পথে এগিয়ে যাচ্ছে। যুব এশিয়া কাপ ক্রিকেটে আগের ম্যাচে মালয়েশিয়াকে ২৬২ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এমন জয়েই যুবারা তাদের সামর্থ্যের প্রমাণ করেছিল। কুয়ালালামপুর ক্রিকেটের শহর না হলেও বাংলাদেশের ক্রিকেটে বড় স্মৃতি জড়িয়ে আছে এই শহরকে ঘিরেই। ১৯৯৭ সালে কুয়ালালামপুরে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে স্বপ্নের বিশ্বকাপে অভিষেক ঘটে আকরাম, বুলবুল, নান্নু, সুজন, রফিক, পাইলটদের। সেই শহরে এবার যুবারা অবিশ্বাস্য কাণ্ড ঘটাচ্ছে। স্বাগতিকদের উড়িয়ে দিয়ে গতকাল তারা জয় পেয়েছে ফেবারিট ভারতের বিপক্ষে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ ম্যাচ জিতেছে ৮ উইকেটে। এই হারে বিদায়ঘণ্টা বেজেছে ভারতের আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বৃষ্টি বাধায় ৩২ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশকে ১৮৮ রানের লক্ষ্য দেয় ভারত। বড় টার্গেটই বলা যায়। ওপেনিং জুটিতে ৮২ রান যোগ করে জয়ের পথে দলকে অনেকটা এগিয়ে নেন পিনাক ঘোষ-নাঈম শেখ। সন্দ্বীপ সিংহের জোড়া আঘাতে ২৬ রানে ২ উইকেট পড়লেও আগের ম্যাচে সেঞ্চুরিয়ান তৌহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে বিপর্যয় কেটে ওঠে। পিনাকের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়ে ৮৩ রান যোগ করেন তৌহিদ। ২৪ বল বাকি থাকতেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৮ উইকেটে জিতে যায়। পিনাক ৮১ ও তৌহিদ ৪৮ রানে অপরাজিত ছিলেন। এর আগে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৩২ ওভারে তারা ৮ উইকেটে ১৮৭ রান তুলে। ৫.৮৪ রান রেটে স্কোরটা চ্যালেঞ্জিংই বলতে হয়। কিন্তু এই চ্যালেঞ্জকে উতরে যেতে উন্মুখ ছিলেন সাইফরা। গত মাসে দেশের মাঠে আফগানিস্তান ধাক্কা সামলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যে আবারও ছন্দ ফিরে পাচ্ছে, সেটি টের পাওয়া গেল গ্রুপে টানা তিন জয়ে। প্রথম সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। গত যুব এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদেশ।

সর্বশেষ খবর