রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মাঠে নামছে শেখ রাসেল শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার লিগে দ্বিতীয় শিরোপা জয়ের টার্গেটে দল গড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র। কিন্তু প্রথম পর্বের লড়াই শেষে দলটি চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাইফ স্পোর্টিং, ঢাকা আবাহনীর সঙ্গে রেসে থাকতে পারেনি। পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়ে। ফিরতি লেগ জয় দিয়ে শুরু করে ফের স্বপ্ন দেখছে দলটি। ফিরতি লেগে দলটি ১-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদকে। আজ দ্বিতীয় ম্যাচ খেলবে এবং লিগে এটা ১৩ নম্বর ম্যাচ। ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা শেখ রাসেলের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। প্রথম পর্বে দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। সন্ধ্যা পৌনে ৭টায় দুই দল দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ ব্যাটারি পেশাদার লিগে দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে শিরোপা প্রত্যাশী শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রতিপক্ষ টিম বিজেএমসি। পেশাদার লিগের তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল আজ মাঠে নামছে নতুন কোচ মাহাবুব হোসেন রক্সির নেতৃত্বে। আগের কোচ জোশেপ আফুসি হঠাৎ চলে যাওয়ায় রক্সির উপর আস্থা রেখেছে দলটি। রক্সির কোচিংয়ে অনূর্ধ্ব-১৮ ও ১৯ দল দারুণ ফুটবল খেলেছে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে। ১২ ম্যাচে শেখ জামালের পয়েন্ট ২৭। প্রতিপক্ষ টিম বিজেএমসির পয়েন্ট ১৬। প্রথম লেগে দুই দলের মুখোমুখিতে ১-০ গোলে জয় পেয়েছিল ধানমন্ডি পাড়ার দলটি।

সর্বশেষ খবর