রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

কলম্বোয় তিন জাতির টুর্নামেন্টে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আগামী মার্চে স্বাধীনতার ৭০ বছর পূর্তি করবে ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা। সে উপলক্ষে উৎসবের দেশের পরিণত হবে দ্বীপরাষ্ট্র। স্বাধীনতা দিবস উপলক্ষে ক্রিকেট শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আয়োজন করছে তিন জাতির ক্রিকেট টুর্নামেন্ট। শ্রীলঙ্কা, বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টের তৃতীয় দেশ ভারত। আগামী বছরের ৮-২০ মার্চ কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ডাবল লিগ পদ্ধতির টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে এবং শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ২০ মার্চ। টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে ‘নিদাহাস টুর্নামেন্ট’। শুক্রবার ক্রিকেট শ্রীলঙ্কা ক্রিকেট (সিএলসিএ) টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। শ্রীলঙ্কা এই মুহূর্তে ভারতের মাটিতে তিন টেস্ট ম্যাচ সিরিজ খেলছে। এরই মধ্যে প্রথমটি চলছে কলকাতার ইডেন গার্ডেনে। বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা আসবে আগামী জানুয়ারিতে। শ্রীলঙ্কাকে নিয়ে ভারত আবার নিজ দেশের স্বাধীনতা ৭০ বছর পূর্তি উপলক্ষে তিন টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার মাটিতে নিজেদের প্রথম ওয়ানডে খেলেছিল বাংলাদেশ ১৯৮৬ সালে। এরপর বহুবার দেশটির মাটিতে টেস্ট, ওয়ানডে, টি-২০ খেলেছে। তবে এই প্রথম ভারতকে নিয়ে তিন জাতির টুর্নামেন্ট খেলছে। টুর্নামেন্টটিতে খেলার আমন্ত্রণ পেয়েছে বন্ধুত্বের নিদর্শন হিসেবে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘বাংলাদেশের ক্রিকেটে শ্রীলঙ্কা এবং ভারতের অবদান কখনোই ভোলার নয়। শ্রীলঙ্কা ক্রিকেটে বাংলাদেশের যে কতো ভালো বন্ধু, এই আমন্ত্রণেই পরিষ্কার হয়েছে।’

সর্বশেষ খবর