বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

রেফারির ভূমিকা নিয়ে বিতর্ক

ক্রীড়া ডেস্ক

রেফারির ভূমিকা নিয়ে বিতর্ক

মেসির পরিষ্কার গোল। অথচ রেফারি তা এড়িয়ে যান —ফাইল ফটো

মেসির পরিষ্কার গোল দেওয়া হয়নি। একবার ড্রপ খেয়েও বল টাচ লাইন ক্রস করলেও রেফারি গোলের বাঁশি বাজাননি। পরে ভ্যালেন্সিয়ার কাছে গোল খেয়ে হারতে বসেছিল বার্সেলোনা। শেষ মুহূর্তে সমতায় ফিরে ম্যাচ রক্ষা করে। মেসির পরিষ্কার গোল বাতিল নিয়ে বিশ্ব ফুটবলে চলছে তুমুল আলোচনা। দাবি উঠেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ডিএআর) প্রযুক্তি চালুর দাবি উঠেছে। ক্রিকেটে অ্যাম্পায়াররা ভুল করলে টিভি রিপ্লে দেখে তা সংশোধনের সুযোগ আছে। ফুটবলে শুধু পরিষ্কার গোল থেকে বঞ্চিত করা নয়। ডি-বক্সের ভিতর বল হাতে লাগার পরও রেফারি পেনাল্টি ধরছেন না। অফসাইডেও গোল হচ্ছে। এগুলো ভুল না রেফারি কারও ইন্ধনে বিতর্কিত ভূমিকা পালন করছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। এই খেলায় রেফারির ভুলে দল পয়েন্ট হারাবে তা ভাবা যায় না। ফিফা অবশ্য এ জন্য মাঠে চতুর্থ রেফারিও রাখছে। কিন্তু সেভাবে কার্যক্রম শুরু হয়নি। কোপা আমেরিকা কাপে  ব্রাজিলের একটি শট গোল পোস্টের ভিতরের রডে লেগে ফেরত এলেও গোল দেওয়া হয়নি। এবার লা-লিগায় মেসির পরিষ্কার গোলকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

লা-লিগায় সভাপতি হ্যাভিয়ের তেবাস আশা প্রকাশ করেছেন ফিফার অনুমতি নিয়েই তারা ডিএআর চালু করবে।

সর্বশেষ খবর