শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

চোখ থাকবে ব্রাজিল-আর্জেন্টিনার দিকে

বহু প্রতীক্ষিত ড্র আজ

ক্রীড়া প্রতিবেদক

চোখ থাকবে ব্রাজিল-আর্জেন্টিনার দিকে

ম্যাক্সিম গোর্কি, লিও টলস্টয়-দুই বিশ্বখ্যাত লেখক। গোর্কি আজীবন মানুষের মনের কোঠরে রয়ে যাবেন শুধুমাত্র ‘মা’ বইটি লিখে। টলস্টয়ের ‘ওয়ার এন্ড পিস’ বইটি বিশ্বের বিস্ময়। শুধু সাংস্কৃতিক জগত নয়, বলশেভিক আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির অক্ষশক্তির বিপক্ষে রাশিয়ার নেতৃত্ব মিত্রবাহিনীর যুদ্ধ, স্ট্যালিনগ্রাদের যুদ্ধ, ভলগা নদীর তীরের যুদ্ধ, প্রথম মহিলা নভোচারী সভেত্লানা তেরেসকোভা, প্রথম মহাশূন্য নভোচারী ইউরি গ্যাগারিন, জোশেফ স্ট্যালিন, লেনিনের দেশ রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় দেশটিতে আগামী বছর ১৪ জুলাই বসবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল। ৩২টি দেশ অংশ নিবে এবার। বাংলাদেশ সময় রাত ৯টায় ৩২ দেশের রাশিয়া বিশ্বকাপ-২০১৮ সালের চূড়ান্ত গ্রুপিং অনুষ্ঠিত হবে আজ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি ও আর্জেন্টিনার গ্রুপে পড়বে কোন দল, এ নিয়ে তুমুল আলোচনা ফুটবলপ্রেমীদের মধ্যে। অস্থির চিত্তে সবাই অপেক্ষায় গ্রুপিংয়ের।

এবারের বিশ্বকাপ অনেকগুলো কারণেই আলোচিত। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি বাদ পড়েছে প্লে অফ থেকে। আজ্জুরিদের অভাবে বিশ্বকাপের আমেজ, আবেদন কমবে কোনো সন্দেহ নেই। আবার বিস্ময়ের জন্ম দিয়েছে সেন্ট্রাল আমেরিকার পানামা ও ইউরোপের আইসল্যান্ড। দল দুটি এবারই প্রথম খেলবে বিশ্বকাপে। এছাড়া ফুটবল বিশ্বের পরিচিত মুখগুলোই খেলবে ফুটবলযজ্ঞে। অবশ্য দিয়াগো ম্যারাডোনা, লিওনেল মেসির আর্জেন্টিনার ভাগ্য ঝুলে গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য মেসির দল চার নম্বর হয়ে ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে জায়গা করে নেয়। পেরুও প্লে অফ খেলে জায়গা নেয় বিশ্বকাপে। ইতালির মতো বাদ পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রও। 

রাশিয়ায় আজ ড্র অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়। এরপরই নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপের ডেথ গ্রুপ কোনটি। ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানির গ্রুপে খেলবে কোন কোন দল। ৩২ দলের চারটি পট এমনভাবে সেজেছে, তাতে অনেকগুলো ডেথ গ্রুপের দেখা মিলতে পারে। স্বাগতিক রাশিয়াসহ ৩২ দলকে আলাদা চারটি পাত্রে রাখা হবে। ফিফার নিয়মানুযায়ী বিশ্বকাপের স্বাগতিক দলসহ র?্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল থাকবে পট-১-এ। র?্যাঙ্কিংয়ের পরবর্তী ৮ দল থাকবে পট-২-এ। পট-৩-এ থাকবে তার পরের ৮ দল এবং শেষ পটে থাকবে র?্যাঙ্কিংয়ের সর্বনিম্ন ৮ দল। তবে একই অঞ্চল থেকে এক পটে দুটি দল থাকতে পারবে না। মানে হচ্ছে, ব্রাজিল কিংবা আর্জেন্টিনা একই গ্রুপে থাকতে পারবে না। অবশ্য ইউরোপিয়ান অঞ্চল থেকে একাধিক দল থাকবে। এক একটি গ্রুপে ইউরোপের সর্বোচ্চ দুটি দল থাকতে পারবে।

পট-১-এ থাকা ৮ দলের মধ্যে রাশিয়া স্বাগতিক, জার্মানি চারবারের চ্যাম্পিয়ন, ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন। পর্তুগাল বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন. আর্জেন্টিনা দুবারের বিশ্বচ্যাম্পিয়ন. ফ্রান্স একবারের বিশ্বচ্যাম্পিয়ন। এছাড়া বেলজিয়াম ও পোল্যান্ড রয়েছে। পট-২-এ থাকা দলগুলোর মধ্যে স্পেন ও ইংল্যান্ড একবারের বিশ্বচ্যাম্পিয়ন, উরুগুয়ে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং ক্রোয়েশিয়া, মেক্সিকো, কলম্বিয়া, সুইজারল্যান্ড, পেরু পরিচিত মুখ। পট-৩-এ থাকা ডেনমার্ক, কোস্টারিকা, সুইডেন, তিউনেশিয়া, মিসর, সেনেগাল ও ইরান পরিচিত মুখ। আইসল্যান্ড এই প্রথম খেলবে বিশ্বকাপে। চার নম্বর পটে থাকা দলগুলোর মধ্যে প্রথমবারের মতো খেলবে পানামা। এছাড়া সার্বিয়া, নাইজেয়াি, অস্ট্রেলিয়া, জাপান, মরক্কো, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব পরিচিত মুখ ফুটবলপ্রেমীদের কাছে।

গ্রুপিং যেমনই হউক, ফুটবলপ্রেমীরা সবাই মজে যাবেন নিজেদের দলগুলো নিয়ে। সবাই ব্যস্ত হয়ে পড়বেন, কাটাছেঁড়া করা শুরু করবেন প্রিয় দলের ভবিষ্যৎ নিয়ে।

সর্বশেষ খবর