শিরোনাম
শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রংপুর ম্যাচ দিয়ে ফের শুরু ঢাকা পর্ব

ক্রীড়া প্রতিবেদক

রংপুর ম্যাচ দিয়ে ফের শুরু ঢাকা পর্ব

শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও আলো ছড়াচ্ছেন রংপুর রাইডার্সের মাশরাফি

পুরোপুরি জমে উঠেছে বিপিএল। উত্তেজনা চরমে পৌঁছেছে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টটির। সত্যি বলতে, টুর্নামেন্টটিকে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার শীর্ষে ঠাঁই দিয়েছে রংপুর রাইডার্স। শেষ চারটি ম্যাচ এত প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে রংপুর যা আলাদা আবেদনের সৃষ্টি করেছে বিপিএলের। সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম পর্ব শেষ। তিন ভেন্যুতে খেলা হয়েছে ৩৪টি। লিগ পর্বের বাকি ৬টি খেলা হবে ঢাকায়। লিগ পর্ব শেষ ৬ ডিসেম্বর এবং সেমিফাইনাল পর্ব ৮ ও ৯ ডিসেম্বর। ফাইনাল ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। ঢাকা পর্ব শুরু হবে আগামীকাল।

সুপার ফোরে কোন চার দল খেলবে-এখনই নিশ্চিত হয়নি। তবে সুপার ফোরে খেলার লড়াইয়ে এগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটানস, ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। লড়াইয়ে টিকে রয়েছে রাজশাহী কিংস। পিছিয়ে পড়েছে সিলেট সিক্সার্স। চিটাগং ভাইকিংসের সম্ভাবনা শেষ। প্রথম তিন পর্ব শেষে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে বিপিএলের তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিম ইকবালের দলটি দারুণ ক্রিকেট খেলে তুলে নিয়েছে ৭ জয়। ১০ ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানসের পয়েন্ট ১৩, রয়েছে দ্বিতীয় স্থানে। তিনে থাকা সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের পয়েন্ট ১০ ম্যাচে ১১। মাশরাফি বিন মর্তুজার রংপুরের পয়েন্ট ৯ ম্যাচে ১০। সুপার ফোর নিশ্চিত করতে মাশরাফিরা আগামীকাল ঢাকায় দুপুর ১টায় নামছে। প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলের প্রথম লড়াইয়ে ১৪ রানে হেরেছিল রংপুর। সুতরাং ঢাকায় ম্যাচটি সুপার ফোর নিশ্চিতের পাশাপাশি অনেকটা প্রতিশোধেরও। ওই ম্যাচে কুমিল্লার ১৫৩ রান টপকাতে পারেনি রংপুর। থেমে গিয়েছিল ১৩৯ রানে। রংপুরের দুই ভরসার প্রতীক গেইল ও ম্যাককালামের ব্যাট তেমন কথা বলেনি। গেইল দুটি হাফসেঞ্চুরি করলেও ম্যাককালামের ব্যাট থেকে তেমন বড় স্কোর বেরোয়নি। তবে আলো ছড়িয়েছেন মাশরাফি। ক্লিন হিটার হিসেবে দুই দুটি ম্যাচ জিতিয়েছেন তিনি। চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৩ উইকেটের জয়ে মাশরাফি ওয়ান ডাউনে ১৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। সিলেট সিক্সার্সের বিপক্ষে ৪ উইকেটের জয়েও তার দুই দুটি ছক্কার অবদান অনেক। রংপুর আগামীকাল নামবে থিসারা পেরেরাকে ছাড়া। গেইল, ম্যাককালাম, মালিঙ্গারা খেলবেন। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ রাজশাহী কিংস। দুই দলের প্রথম লড়াইয়ে ঢাকা ৬৮ রানে হারিয়েছিল রাজশাহী কিংসকে।

সর্বশেষ খবর