বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জেতা ম্যাচ ড্র করল শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

জেতা ম্যাচ ড্র করল শেখ রাসেল

পেশাদার লিগে চট্টগ্রাম আবাহনীর দুর্গে শেখ রাসেলের আক্রমণ —বাংলাদেশ প্রতিদিন

যেমন দল তেমন জমজমাট ম্যাচও হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পেশাদার ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র পয়েন্ট ভাগাভাগি করেছে। গতকাল এই ম্যাচ ২-২ গোলে ড্র হয়। একবার এগিয়ে যায় শেখ রাসেল, আরেকবার চট্টগ্রাম আবাহনী। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কেউ। এই ড্রয়ে ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে বন্দরনগরের দলটি। তবে শেখ জামাল ধানমন্ডি আজ জিতে গেলেই দুই দলের পয়েন্ট সমান হয়ে যাবে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে টিম বিজেএমসিকে ৪-১ গোলে হারায় ঢাকা আবাহনী। ১৫ ম্যাচে তারাও এখন ৩৩ পয়েন্ট অ্যাকাউন্টে জমা রাখল। চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেলের ম্যাচ ড্র হলেও সুযোগ হাতছাড়া না করলে শেখ রাসেল এ ম্যাচ জিতে যেতে পারত। শুধু কাল কেন, আগের দুই ম্যাচ হারলেও শেখ রাসেলের নৈপুণ্যই চোখে পড়েছিল। দুর্ভাগ্য বলতে হয় তাদের তবু অ্যাকাউন্টে পয়েন্ট জমা রাখতে পারেনি। প্রথম পর্বে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে যায় শেখ রাসেল। এবার লিগে এখন পর্যন্ত কোনো বড় দলকে হারাতে পারেনি তারা। টেবিলে যে অবস্থান তাতে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা নেই। একটাই লক্ষ্য— যত দূর এগোনো যায়। কাল শেখ রাসেলের শুরুটাও হয়েছিল দারুণ। ৬ মিনিটেই মোনায়েম রাজুর গোলে এগিয়ে যায় তারা। ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল। বল জালে পাঠাতে পারেনি। উল্টো ডিফেন্ডারদের ভুলে আবাহনীর পক্ষে সমতা ফেরান লিওনেল সেন্ট। বিরতির পর চট্টগ্রামের দলটি গতিময় ফুটবল খেলতে থাকে। ৪৮ মিনিটে পিছিয়ে পড়া আবাহনী এগিয়ে যায় জাহিদের গোলে। চলতে থাকে হাড্ডাহাড্ডি লড়াই। সময় গড়াতে থাকলে মনে হচ্ছিল দুর্ভাগ্যক্রমে শেখ রাসেল হেরে মাঠ ছাড়বে। যাক, ৮৮ মিনিটে ফ্রান্সিস গোল করলে ম্যাচটি ২-২-এ ড্র হয়। ২০ পয়েন্ট নিয়ে শেখ রাসেল এখনো পঞ্চম স্থানে।

দ্বিতীয় ম্যাচে টিম বিজেএমসি অপেক্ষাকৃত দুর্বল হলেও প্রথম পর্বে ঢাকা আবাহনী তাদেরই সঙ্গে ড্র করে মূল্যবান পয়েন্ট হারিয়েছিল। সুতরাং সতর্ক হয়েই মাঠে নেমেছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। বড় জয় পেয়ে শীর্ষে থাকা আরেক আবাহনীর সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন নাসিররা। ক্রোয়েশিয়ান কোচ মামিচ চলে যাওয়ার পর কালই প্রথম ম্যাচে নামে আবাহনী। দেখা মেলে দুরন্ত এক দলের। টিম বিজেএমসিকে পাত্তাই দেয়নি তারা। ৪-১ গোলে বিধ্বস্ত করেছে। নাসির, সানডে, ইমন ও এমেকা ১টি করে গোল করেন। বিজেএমসির পক্ষে ব্যবধান কমান কিংসলে।

সর্বশেষ খবর