বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ডর্টমুন্ডের মুখোমুখি রিয়াল

ক্রীড়া ডেস্ক

ডর্টমুন্ডের মুখোমুখি রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। এমনকি গ্রুপে দুই নম্বর স্থানটাও পাকা। গ্রুপ পর্বে আনুষ্ঠানিকতার ম্যাচ খেলতে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে জিদানের শিষ্যরা জার্মান প্রতিপক্ষ বুরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হচ্ছে। প্রথম লেগে ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। এইচ গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা টটেনহ্যাম আজ সাইপ্রাসের ক্লাব অ্যাপল নিকোশিয়ার মুখোমুখি হচ্ছে। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। তবে টটেনহ্যামের কাছে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র এবং ৩-১ গোলে পরাজিত হওয়ায় দুই নম্বরে থেকেই নকআউট পর্বে উঠবে রিয়াল মাদ্রিদ।

এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ই গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে লিভারপুল-স্পার্টাক মস্কো এবং সেভিয়া-ম্যারিবর। এই গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। তবে নকআউট পর্ব নিশ্চিত করতে হলে অন্তত একটা পয়েন্ট সংগ্রহ করতেই হবে অলরেডদের। সেভিয়ার সামনে আজ জয়ের বিকল্প নেই। তারা ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ই গ্রুপে। ৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা স্পার্টাক মস্কো আজ লিভারপুলকে হারাতে পারলেই কেবল নকআউট পর্ব খেলতে পারে। আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করা পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি আজ খেলতে যাচ্ছে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার ডনেস্কের মাঠে। এই গ্রুপে নেপোলি খেলতে নামছে ডাচ ক্লাব ফেনর্ডের বিপক্ষে। এফ গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে শাখতার এবং ৬ পয়েন্ট নিয়ে তিনে নেপোলি। আজ শাখতার হারলে আর নেপোলি জিতলে নকআউট পর্ব খেলতে পারবে নেপোলি। এছাড়াও আজ জি গ্রুপের ম্যাচ খেলতে নামছে বেসিকতাস-লিপজিগ এবং পোর্তো-মোনাকো।

 

সর্বশেষ খবর