বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দিল্লি টেস্ট ভারতের নিয়ন্ত্রণে

ক্রীড়া ডেস্ক

দিল্লি টেস্ট ভারতীয়দের নিয়ন্ত্রণে রয়েছে। স্বাগতিকদের প্রথম ইনিংসে গড়া ৫৩৬ রানের জবাবে শ্রীলঙ্কা ভালোই জবাব দিচ্ছিল। চান্দিমান ও ম্যাথিউসের সেঞ্চুরিতে তৃতীয় দিনে সফরকারীদের সংগ্রহ ছিল ৯ উইকেটে ৩৫৬ রান। গতকাল চতুর্থ দিন হাতে ১ উইকেটে বেশিদূর যেতে পারেনি তারা। ৭৩ রানেই অল আউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসেই ভারত এগিয়ে থাকে ১৬৩ রানে। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ৫ উইকেটে ২৪৬ রানে ইনিংস ঘোষণা করেন কোহিলি। সব মিলিয়ে ভারত ৪০৯ রানে এগিয়ে থাকে।

৪১০ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিনে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। দিন শেষে তারা ৩ উইকেট হারিয়ে ৩১ রান তুলেছে। আজ শেষ দিনে জিততে হলে হাতে ৭ উইকেট নিয়ে ৩৭৯ রান তুলতে হবে। ভারতের দরকার ৭ উইকেট। এ অবস্থায় ম্যাচ ভারতের অনুকূলেই বলা যায়। কেননা শেষ দিনে শ্রীলঙ্কার পক্ষে এই বিশাল টার্গেটে পৌঁছান সম্ভব নয়। কোহলির দৃষ্টি থাকবে জয়। আর ম্যাথিউসরা চাইবেন ক্রিচে টিকে থেকে ড্র করা।

 

সর্বশেষ খবর