বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আবার সেই পাইবাস!

ক্রীড়া প্রতিবেদক

চন্ডিকা হাতুরাসিংহে পদত্যাগ করার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন কোচ খুঁজতে শুরু করে। সংক্ষিপ্ত তালিকাও করা হয়েছে। প্রথম দিকেই আছে ইংলিশ বংশোদ্ভূত কোচ রিচার্ড পাইবাসের নাম। ২০১২ সালেও সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করেছেন পাইবাস। তবে এবার দীর্ঘ মেয়াদে টাইগারদের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন! আজ দুপুরে ক্রিকেট বোর্ড পাইবাসের সঙ্গে কথা বলবে। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই পাইবাসকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে বলে বিসিবি সূত্রে জানা গেছে। গতকাল মিডিয়াকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনু্স বলেন, ‘হাতুরাসিংহের দায়িত্ব ছাড়ার পর থেকেই হাইপ্রোফাইল কোচ খুঁজছে বিসিবি। আমরা ইতিমধ্যে বেশ কয়েকজন হাইপ্রোফাইল কোচের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছি। এতে ভালোভাবেই সাড়া দিয়েছেন রিচার্ড পাইবাস। তিনি পাকিস্তানের কোচ ছিলেন, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশের কোচ ছিলেন। কোচ হিসেবে এর আগে আমাদের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচ হিসেবে তিনি বিবেচিত হয়েছিলেন। চলতি বছর ভারত কোচের সংক্ষিপ্ত তালিকায়ও তার নাম ছিল।’ নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জাতীয় দলের কোচের পদের জন্য পছন্দের তালিকায় পাইবাস ছাড়াও বিসিবির আরও দুজন আছেন। কিন্তু তাদের নাম এখনই প্রকাশ করতে অনাগ্রহ দেখিয়েছেন জালাল ইউনুস। ‘তাদের সাক্ষাতের দিন ক্ষণ নিশ্চিত না হওয়ায় পর্যন্ত নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।’ এর আগে ২০১২ সালের ৩০ মে বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন পাইবাস। বিসিবির সঙ্গে সম্পর্কের টানাপড়েনের কারণে মাত্র ৫ মাস বাংলাদেশে ছিলেন। পাইবাস পাকিস্তান জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার ক্লাব ক্রিকেটে দাপটের সঙ্গে কোচের দায়িত্ব পালন করছেন তিনি। ভারতের কোচের জন্য আবেদন করেছিলেন পাইবাস। বিসিসিআই রবি শাস্ত্রীকে বেছে নেওয়ায় পাইবাসের সুযোগ হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর