বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রহমতগঞ্জ বলেই সতর্ক শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

শেখ জামাল ধানমন্ডি ক্লাব আজ মাঠে নামছে। বিকাল সাড়ে ৪টায় সাইফ ব্যাটারি পেশাদার ফুটবল লিগে তাদের প্রতিপক্ষ পুরান ঢাকার প্রাচীনতম ক্লাব রহমতগঞ্জ। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। শিরোপার সম্ভাবনা মজবুত করতে আজ জয় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই দিদারদের। অপেক্ষাকৃত তরুণদের নিয়ে দল গড়লেও শুরু থেকেই চোখ জুরানো নৈপুণ্য প্রদর্শন করে শিরোপা রাস্তাতেই হাঁটছে তারা। দ্বিতীয় পর্বে মাঠে নামার আগে হেড কোচ জোসেফ আফুসি কাউকে না জানিয়ে লন্ডনে চলে যান। শেখ জামাল কর্তৃপক্ষ অবশ্য তাত্ক্ষণিকভাবে নতুন কোচ নিয়োগ করে। বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত কোচ মাহবুব হোসেন রক্সি নতুন কোচের দায়িত্ব পান। তার প্রশিক্ষণে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রানার্সআপ হয়। এএফসি অনূর্ধ্ব-১৯ দলও ভালো পারফরম্যান্স প্রদর্শন করে। রক্সির প্রশিক্ষণে শেখ জামালও নতুন উদ্যোমে খেলছে। টিম বিজেএমসি ও শেখ রাসেলের বিরুদ্ধে জয় পায়। দ্বিতীয় পর্বে টানা তিন ম্যাচ জিতেছে শেখ জামাল। জয়ের ধারায় থাকলেও প্রতিপক্ষ রহমতগঞ্জ বলেই সতর্ক হয়ে মাঠে নামবে রক্সির শিষ্যরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর