বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সান্ত্বনার জয় ভাইকিংসের

ক্রীড়া ডেস্ক

বিদায় নিশ্চিত ছিল চিটাগং ভাইকিংস এবং রাজশাহী কিংসের। তারপরও আনুষ্ঠানিকতার ম্যাচ খেলতে নেমেছিল দুই দল গতকাল মিরপুর স্টেডিয়ামে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজশাহী কিংসের অধিনায়ক ক্যারিবীয় ক্রিকেটার ড্যারেন স্যামি। প্রথমে ব্যাটিং করতে নেমে লুইস রিস (৮০), সিকান্দার রাজা (৪২) এবং লুক রনচির (৪২) দুরন্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল স্কোর গড়ে চিটাগং ভাইকিংস। রাজশাহী কিংসের পক্ষে ২টি উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। ১৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে রাজশাহী কিংস। ৪৫ রানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে চিটাগং ভাইকিংস। অবশ্য এই জয়ের পরও তলানিতে থেকেই বিপিএল শেষ করে চিটাগং। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন সামিট প্যাটেল। বাকিদের কেউই ২০-এর ওপর যেতে পারেননি। চিটাগং ভাইকিংসের পক্ষে ৪ উইকেট শিকার করেন সিকান্দার রাজা। এ ছাড়াও সানজামুল ২টি এবং তাসকিন, রায়াদ ও লুইস রিস একটি করে উইকেট শিকার করেন। ম্যাচসেরার পুরস্কার জয় করেন লুইস রিস। এই জয়েও নিজেদের অবস্থানে পরিবর্তন আনতে পারেনি চিটাগং ভাইকিংস। ১২ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে তারা তলানিতেই থাকল। রাজশাহী কিংস ৮ পয়েন্ট নিয়ে ছয়ে থেকে বিপিএল শেষ করল।

সর্বশেষ খবর